মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই সফরে ছিলেন না দলে নতুন আসা কিলিয়ান এমবাপ্পে। ছুটি পেয়েছিলেন তিনি। সেই ছুটি শেষে ফরাসি অধিনায়ক যোগ দিলেন রিয়ালের অনুশীলনে।
কাল প্রথমবার রিয়ালের জার্সিতে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন এমবাপ্পে। এ সময় ছিলেন কোচ কার্লো আনচেলোত্তি, জুড বেলিংহাম, চুয়ামেনি, দানি কারভাহালরা। অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপ্পে লিখেছেন, ‘‘প্রথম দিন, হালা মাদ্রিদ।’’
রিয়ালে এমবাপ্পের নতুন অধ্যায় শুরু হবে ১৪ আগস্ট। এদিন ইউরোপিয়ান সুপার কাপে ইতালির আতালান্তার মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। ম্যাচটা জিতলে শিরোপায় চুমু খেয়েই রিয়াল অধ্যায় শুরু হবে এমবাপ্পের। সেই ম্যাচে তার খেলা নিয়ে কোচ কার্লো আনচেলোত্তি জানালেন, ‘‘অবশ্যই সুপার কাপ ফাইনালে শুরু থেকে খেলতে পারে এমবাপ্পে। খেলতে পারে বেলিংহামও। তারা তৈরি হচ্ছে আর পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে।’’
এদিকে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজি নতুন মৌসুমে শুরু করতে যাচ্ছে নতুনভাবে। স্পেনের নিকো উইলিয়ামসকে দলে আনতে মরিয়া তারা। আপাতত প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ব্যস্ত পিএসজি। কাল স্টার্ম গ্রাজের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
অপর প্রীতি ম্যাচে হংকং স্টেডিয়ামে কিচেকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি থেকে হুলিয়ান আলভারেজকে কিনে দলের শক্তি বাড়াতে চলেছে তারা।
গ্রানিত জাকার ফেরার ম্যাচে আর্সেনাল ৪-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে। অপর প্রীতি ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মিলান।