Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় নেই রোদ্রিগো

জোড়া গোলে সাত ম্যাচের খরা কাটিয়েছেন রোদ্রিগো। ছবি : এক্স
জোড়া গোলে সাত ম্যাচের খরা কাটিয়েছেন রোদ্রিগো। ছবি : এক্স
[publishpress_authors_box]

কিলিয়ান এমবাপ্পে আসছেন রিয়াল মাদ্রিদে। গুঞ্জনটা সত্যি হলে একাদশে জায়গা হারাতে পারেন রোদ্রিগো। শুধু তাই নয়, রিয়াল নাকি বিক্রিও করে দিতে পরে তাকে?

রোদ্রিগো টানা সাত ম্যাচ গোল না পাওয়ায় এমন গুজবের ডালপালা মেলছিল আরও বেশি। অবশেষে কাল (রবিবার) জোড়া গোলে খরা কাটালেন এই ব্রাজিলিয়ান। তার দুই গোলে অ্যাথলেতিককে ২-০’তে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল।

ম্যাচের পর রোদ্রিগোর কাছে জানতে চাওয়া হয় এমবাপ্পের রিয়ালে আসা আর তার জায়গা হারানো নিয়ে।

 

জবাবে এই ব্রাজিলিয়ান জানালেন, ‘‘সবাই যা বলছে তাতে মনে হয় এমবাপ্পে রিয়ালে আসার খুব কাছে আছে। সাংবাদিকদের আমি বিশ্বাস করি, তবে আমি জানি না কি হতে চলেছে। এমবাপ্পে এলে আমাকে বেঞ্চে বসতে হবে কি না? কোচের জন্য এটা এক মধুর সমস্যা হবে । আমরা দেখব কোচ কি সিদ্ধান্ত নেয় (এমবাপ্পে এলে)।’’

রোদ্রিগো শুধু নিজের খেলা নিয়েই ভাবছেন, ‘‘ আমি এসব নিয়ে দুশ্চিন্তা করছি না, শুধু নিজের খেলায় মনোযোগ ধরে রাখতে চাই। ভালো ফিনিশিং করতে চাই আর যত সম্ভব শিরোপা জিততে চাই।’’

নিষেধাজ্ঞার জন্য ভিনিসিয়ুস ছিলেন না এই ম্যাচে। রোদ্রিগো তার অভাবটা বুঝতে দেননি। অষ্টম মিনিটে করেন প্রথম গোল। ব্রাহিম দিয়াসের ক্রস বাম দিকে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে বুলেট শটে ফাঁকি দেন গোলরক্ষককে।

৭৩ মিনিটে বেলিংহামের থ্রু বল ধরে বক্সে ঢুকে সামনে থাকা প্রতিপক্ষের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোদ্রিগো। এই মৌসুমে তার গোল ১৫টি আর অ্যাসিস্ট ৮টি।

এসিএল চোট কাটিয়ে সাত মাস পর মাঠে ফিরেছেন রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও। চ্যাম্পিয়নস লিগের আগে যা বাড়তি পাওয়া রিয়ালের। লা লিগায় ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭ আর জিরোনার ৬৫।

দলের এমন পারফর্ম্যান্সে খুশি কোচ আনচেলোত্তি, ‘‘আমরা খুব ভালোভাবে শুরু করেছি আর দ্রুত আক্রমণে গেছি। রক্ষণের দিক থেকেও আমরা জমাট, শৃঙ্খলাবদ্ধ ছিলাম, খুব বেশি ঝুঁকি নিইনি। রোদ্রিগো ভালো খেলেছে, এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে ও।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত