পিএসজিতে জিতেছেন ঘরোয়া সব ট্রফি। আক্ষেপ বলতে ইউরোপিয়ান মর্যাদার কোনও শিরোপা জিততে না পারা। তাতে বিশ্বকাপ জিতেও জুটেনি ব্যালন ডি’অর বা ফিফার দ্য বেস্টের ট্রফি। সেই হতাশা কাটাতেই রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পের।
রিয়ালের হয়ে এমবাপ্পে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন ১৪ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে। ইতালির আতালান্তাকে হারালেই প্রথম ম্যাচে পাবেন মর্যাদার শিরোপার স্বাদ! এমন সৌভাগ্য হয় কত জনের।
Cristiano Ronaldo can't wait to watch Kylian Mbappé light up the Bernabeu just like Mbappé watched him while growing up.
— ESPN FC (@ESPNFC) June 3, 2024
What dreams are made of ❤️ pic.twitter.com/hvY3xVXJ0t
প্রশ্ন হচ্ছে রিয়ালে কত নম্বর জার্সি পরে খেলবেন এমবাপ্পে? তার পছন্দের ১০ নম্বর পরেন লুকা মদরিচ। এই কিংবদন্তি আরও এক মৌসুম থাকবেন রিয়ালে। তাই এমবাপ্পের অভিষেক হতে পারে ৯ নম্বর জার্সিতে। তার আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদোও ৯ নম্বর জার্সি পরে প্রথম ম্যাচ খেলেছিলেন রিয়ালের হয়ে।
এমবাপ্পে রিয়ালে আসায় শুভেচ্ছা জানাতে ভুলেননি রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘এখন আমার দেখার সময়… তোমার বার্নাব্যু আলোকিত করা দেখতে মুখিয়ে আছি। হালা মাদ্রিদ।’’
রিয়ালে এমবাপ্পে খেলবেন কোন পজিশনে? তার প্রিয় পজিশন বাম প্রান্তে তো খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ সংবাদ মাধ্যমের অনুমান এমবাপ্পের জন্য আনচেলোত্তি দল সাজাতে পারেন ৪-৩-৩ ছকে। তাতে এমবাপ্পেকে মাঝে রেখে দুই প্রান্তে খেলবেন ভিনিসিয়ুস আর রোদ্রিগো। তাদের ঠিক পেছনেই থাকবেন জুড বেলিংহাম। এমন আক্রমণভাগ দেখে ভয়েই থাকার কথা প্রতিপক্ষের।
এদিকে এমবাপ্পে রিয়ালে কত বেতন পাবেন নিশ্চিত নয় সেটা। তবে স্কাই স্পোর্টস জানাচ্ছে পিএসজিতে যা পেতেন, রিয়ালে বছরে এর চেয়ে ৫১ মিলিয়ন পাউন্ড কম বেতনে রাজি হয়েছেন এমবাপ্পে! স্বপ্নের ক্লাবে খেলতে টাকা ইস্যু হয়নি তার কাছে।
এমবাপ্পেকে কিনতে পিএসজিকে কোনও ট্রান্সফার ফি দিতে হয়নি রিয়ালের। স্কাই স্পোর্টস জানিয়েছে, এজন্য ১০৬.৫ মিলিয়ন পাউন্ড সাইনিং বোনাস রিয়াল দিচ্ছে এমবাপ্পেকে।
তার যোগদানের খবর জানতে কাল রিয়ালের ওয়েবসাইটে হামলে পড়েছিলেন ভক্তরা। তাতে ওয়েবসাইট স্থবিরও হয়ে পড়েছিল একটা সময়!
রিয়ালে তাকে নিয়ে কেমন মাতামাতি হবে এমন উন্মাদনায় ইঙ্গিত পেয়ে গেছেন এমবাপ্পে।