লা লিগার গত মৌসুমে চমকের নাম ছিল জিরোনা। একটা সময় শীর্ষে থাকলেও তারা লিগ শেষ করে তিন নম্বরে থেকে। এবার অবশ্য নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট। কাল লা লিগা শুরুর দিনে জিরোনা ১-১ গোলে ড্র করেছে রিয়াল বেতিসের বিপক্ষে।
ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল বেতিসই। কর্নার থেকে আসা বলে বুলেট হেডারে গোল করেন মার্ক বারত্রা। ৭২ মিনিটে কাছ থেকে নেওয়া শটে সমতা ফেরান ১৯ বছর বয়সী ডাচ মিডফিল্ডার গ্যাব্রিয়েল মিসহুই। দুই দল একাধিক সুযোগ নষ্ট করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
লা লিগার উদ্বোধনী ম্যাচেও ১-১ সমতায় শেষ করেছে অ্যাথলেতিক বিলবাও ও গেতাফে। ২৭তম মিনিটে বিলবাওকে এগিয়ে নিয়েছিলেন ওহহান সেনসেট। এবারের লিগে এটাই প্রথম গোল। ৬৪ মিনিটে সমতা ফেরান ক্রিস্তানতাস উচে।
শেষ দিকে বদলী হিসেবে নেমেছিলেন ইউরো মাতানো বিলাওয়ের তরুণ তারকা নিকো উইলিয়ামস। কয়েকটা ভালো ড্রিবল ও ক্রস করলেও গোল করতে পারেননি তিনি। বার্সেলোনা তাকে পেতে মরিয়া এবার। হতে পারে গতকালের ম্যাচটাই বিলবাওয়ের হয়ে উইলিয়ামসের শেষ খেলা!