এস্পানিওল-অ্যাথলেতিক ম্যাচের তখন ১৭তম মিনিট। অ্যাথলেতিকের ইনাকি উইলিয়ামস রেফারির কাছে অভিযোগ জানান তার সতীর্থ মারুন সানাদির বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়ে।
রেফারি গুইলার্মো কুয়াদ্রা ফের্নান্দেস ‘অ্যান্টি রেসিজম প্রোটকল’ চালু করে বন্ধ করে দেন ম্যাচ। মাঠে থাকা বড় স্ক্রিনে ভেসে উঠে এরকম ঘটনা আর একবার ঘটলে বাতিলও হয়ে যেতে পারে ম্যাচ।
এরপর খেলা শুরু হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। তবে খেলার চেয়ে দর্শকদের এমন বর্ণবাদী আচরণে আরও একবার কালো দাগ লাগল লা লিগায়। ম্যাচ শেষে ইনাকি উইলিয়ামস বললেন, ‘‘আপনারা মাঠে আসেন ম্যাচ উপভোগ করতে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। এবারই প্রথম নয়, এই স্টেডিয়ামে চার বছর আগেও আমার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি।’’
২০২০ সালে এস্পানিওলের স্টেডিয়ামে ইনাকি উইলিয়ামস বর্ণবাদের শিকার হলে ক্লাবটির ১২ সমর্থককে নিষিদ্ধ করা হয়। ২০২৩ সালে রিয়ালের ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হলে ভ্যালেন্সিয়ার ৩ সমর্থকের জেল হয়েছিল ৮ মাস। এমনকি গত মাসেও গেতাফের বিপক্ষে বার্সেলোনার আলেহান্দ্রো বালদে অভিযোগ করেছিলেন বর্ণবাদের। লা লিগায় এই কালো ছায়াটা দূর হবে কবে?