Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

লা লিগা শুরু আজ

dft
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

শুরু থেকে দাপট ছিল রিয়াল মাদ্রিদের। শেষেও তাই। বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থেকে গত মৌসুমের লা লিগা জিতে তারা।

 আজ শুরু হচ্ছে লা লিগার ৯৪তম মৌসুম। সেখানেও শিরোপা ধরে রাখতে কিলিয়ান এমবাপ্পে, এনদ্রিকের মতো তারকা কিনেছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফল এই ক্লাব। কাল রাতে উয়েফা সুপার কাপে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে লিগের ১৯ প্রতিদ্বন্দ্বীকে বার্তাও পাঠিয়েছে তারা।

আজ উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ১১টায়  অ্যাথলেতিক বিলবাও মুখোমুখি হবে গেতাফের। রাত দেড়টায় গত মৌসুমে তিনে থেকে লিগ শেষ করা জিরোনা মুখোমুখি হবে রিয়াল বেতিসের। স্পোর্টস ১৮ ও র‍্যাবিটহোল সরাসরি সম্প্রচার করবে লা লিগা।

বার্সেলোনার প্রথম ম্যাচ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৭ আগস্ট। আর রিয়াল মাদ্রিদ ১৮ আগস্ট প্রথম ম্যাচ খেলবে মায়োর্কার বিপক্ষে।

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে এবার সবচেয়ে বেশি ৫টি ক্লাব খেলছে লা লিগায়—রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, গেতাফে, লেগানেস ও রায়ো ভায়েকানো। লেগানেস, রিয়াল ভায়াদোলিদ ও এসপানিওল উঠে এসেছে পরের স্তর থেকে।

রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার মৌসুমের প্রথম এল ২৭ অক্টোবর, সান্তিয়াগো বার্নাব্যুতে। বার্সার অস্থায়ী মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে এল ক্লাসিকোর ফিরতি লেগ হবে ২০২৫ সালের ১১ মে।

লিগের লড়াই শেষ পর্যন্ত হতে পারে আতলেতিকো, রিয়াল আর বার্সেলোনারই। আলভারো মোরাতা, সাউল, মেমপিস ডেপাইদের এবার ছেড়ে দিয়েছে আতলেতিকো। মোটা অঙ্কে আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজকে এনে আক্রমণভাগে শক্তি বাড়িয়েছে তারা।

লামিনে ইয়ামাল, রবার্ট লেভানদোস্কি, পেদ্রি, গাভিদের নিয়ে শিরোপা জেতার মতোই দল বার্সেলোনার। নতুন কোচ হানসি ফ্লিক শক্তি বাড়িয়েছেন দানি ওলমো ও পাও ভিক্তরকে এনে। নিকো উইলিয়ামস শেষ পর্যন্ত বার্সায় এলে রিয়ালের সঙ্গে সমান তালেই লড়াই করবে তারা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত