Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

জিতেও পয়েন্ট পেলেন না লক্ষ্য

444
[publishpress_authors_box]

প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টন এককে দরুণ জয়ে শুরু করেছিলেন ভারতীয় তারকা লক্ষ্য সেন। গুয়াতেমালার কেভিন কর্ডনকে হারিয়েছিলেন ২১-৮, ২২-২০ ব্যবধানে। তবে জিতেও পয়েন্ট পেলেন না লক্ষ্য! ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে তার ম্যাচটি।

প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরেছিলেন লক্ষ্য। তবে সেই ম্যাচে কনুইয়ে চোট পান কর্ডন। এরপর অলিম্পিক থেকে প্রত্যাহার করে নেন নাম। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়ম অনুযায়ী কেউ নাম প্রত্যাহার করলে তার খেলা সব ম্যাচ ‘ডিলিট’ করে দেওয়া হয়। 

এজন্য কর্ডনকে হারালেও কোনও পয়েন্ট পাচ্ছেন না লক্ষ্য। এজন্য গ্রুপ ‘এল’-এ অন্য প্রতিযোগীরা দুটি করে ম্যাচ খেললেও, লক্ষ্যকে খেলতে হচ্ছে তিনটি ম্যাচ।

 র‌্যাঙ্কিয়ে ৫২ নম্বরে থাকা বেলজিয়ামের জুলিয়ান কারাগির পর ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির বিপক্ষে খেলবেন তিনি। ক্রিস্টির বিশ্বর‍্যাঙ্কিং ৩। লক্ষ্যর লড়াইটা তাই কঠিন হয়েছে আরও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত