Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বার্সেলোনার ১০ নম্বর জার্সি নিচ্ছেন না ইয়ামাল

ইয়ামাল-৬
[publishpress_authors_box]

বার্সেলোনা হীরা খুঁজে পেয়েছে। যাকে ধরা হচ্ছে আগামীর ‘লিওনেল মেসি’। মাত্র ১৬ বছর বয়সে প্রতিভার আলো জ্বালিয়ে নেমে পড়েন ইউরো চ্যাম্পিয়নশিপে। তার চমৎকার পারফরম্যান্সে ১২ বছর পর আবার ইউরোপসেরার মুকুট জিতেছে স্পেন।

বলা হচ্ছে লামিন ইয়ামালের কথা। কৈশোরেই পায়ের জাদুতে বুঁদ করে রেখেছেন তিনি ফুটবল বিশ্বকে। সামনে তার উজ্জ্বল ভবিষৎ। জাতীয় দলে স্বপ্নের মতো সময় কাটানোর পর এবার বার্সেলোনার হয়ে নতুন মৌসুমের প্রস্তুতি তার।

কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে ইয়ামালকে। নতুন মৌসুমে মেসির রেখে যাওয়ার ১০ নম্বর জার্সি তার গায়ে উঠতে যাচ্ছে বলেই গুঞ্জন ছিল। তবে ইয়ামাল নাকি নিজে থেকেই এড়িয়ে গেছেন এই আইকনিক জার্সি।

স্প্যানিশ সংবাদমাধ্যম হিহান্তেস এমনই খবর দিয়েছে। ১০ নম্বর জার্সি বাদ দিয়ে ইয়ামাল নাকি বেছে নিয়েছেন ১৯ নম্বর জার্সি। এবারের ইউরো জয়ের পথে স্পেনের হয়ে ১৯ নম্বর পরেই খেলেছেন এই উইঙ্গার।

এরই মধ্যে বার্সেলোনার মূল দলে নিবন্ধিত হয়েছেন ইয়ামাল ও পাউ কুবারসি। স্বাভাবিকভাবেই এখন তাদের জার্সি নম্বর দরকার। জার্সির ক্ষেত্রে ইয়ামালকে নাকি ১০ নম্বর দিতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু কয়েকদিন আগেই ১৭তম জন্মদিন উদযাপন করা ইয়ামাল এই নম্বর নিতে চাননি। তিনি বেছে নিয়েছেন ১৯ নম্বর।

বার্সেলোনার এই জার্সি গায়ে সর্বশেষ খেলেছেন ফ্রাঙ্ক কেসি। গত মৌসুমে তিনি ক্লাব ছেড়েছেন। এর আগে পরেছেন ফেরান তোরেস ও সের্হিয়ো আগুয়েরো। এমনকি মেসিও ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৯ নম্বর জার্সি গায়ে খেলেছেন। এরপরই তার গায়ে ওঠে আইকনিক ১০ নম্বর।

তাহলে কি ক্যারিয়ারের শুরুর দিকে মেসির পথেই হাঁটতে চাইছেন ইয়ামাল?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত