Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ইয়ামালের বুটে কেন অন্য দুই দেশের পতাকা

frt
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বয়স মাত্র ১৬ বছর। তারপরও লামিনে ইয়ামালের ফুটবল মস্তিষ্ক যেন ৩৬ বছরের কোন অভিজ্ঞ ফুটবলারের! এবারের ইউরোয় তার অ্যাসিস্ট সবচেয়ে বেশি ৩টি। অথচ জার্মানির আইনের ফাঁদে পরে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলা হয়নি ইয়ামালের।

একই কারণে সেমিফাইনাল আর ফাইনালের পুরো সময় ইয়ামালের খেলা অনিশ্চিত। তারপরও পরের দুই ম্যাচে তার সুযোগ আছে ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার। ২০০৪ ইউরোয় ১৮ বছর ১৪১ দিনে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটা জন ভনলাথেনের। ১৬ বছরের ইয়ামালের সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে আরও দুই ম্যাচে (সেমিফাইনাল, ফাইনাল বা তৃতীয়স্থান নির্ধারণী)।

ইয়ামাল নজর কেড়েছেন মরক্কো আর ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় পতাকার ছবি আঁকা বুট পরে খেলে। স্পেনের হলেও অন্য দুই দেশের পতাকার প্রতি এই ভালোবাসার কারণ কী? আসলে তার বাবা ও মায়ের জন্ম এই দুটি দেশে। তিনিও খেলতে পারতেন তাদের হয়ে। ইয়ামাল শেষ পর্যন্ত স্পেনকে বেছে নিলেও বাবা-মায়ের জন্মভূমির প্রতি ভালোবাসা দেখাতেই খেলছেন মরক্কো আর ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় পতাকার ছবি আঁকা বুট পরে।

ইউরোয় ১৮ বছর ১৪১ দিনে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটা জন ভনলাথেনের।

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৮৬ মিনিট, ইতালির সঙ্গে  ৭১ মিনিট আর আলবেনিয়ার বিপক্ষে ১৯ মিনিটেই ইয়ামালকে তুলে নিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। না নিলে জার্মানির শিশু আইনে জরিমানা দিতে হত স্পেনকে, সেটাও ৩০ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকার বেশি।

জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, যাদের বয়স ১৮ বছরের কম তারা স্থানীয় সময় রাত ৮টার পরে কাজ করতে পারবে না। খেলোয়াড়দের বেলায় সেই সময়সীমা রাত ১১টা পর্যন্ত। ইউরোয় জার্মানিতে অনেক খেলাই শুরু হয়েছে স্থানীয় সময় রাত ৯টায়, যা শেষ হতে হতে রাত ১১টা পেরিয়ে যায়। এজন্যই ইয়ামালকে তুলে নিয়েছিলেন স্প্যানিশ কোচ।

জর্জিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ রাত ৯টায় শুরু হলেও পুরো সময় খেলানো হয়েছে ইয়ামালকে। জরিমানার তোয়াক্কা করেনি স্পেন। জার্মানির আইনে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের জরিমানার খবরও পাওয়া যায়নি।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল আর ফাইনালেও পুরো সময় ইয়ামালকে খেলাতে চায় স্পেন। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫০ ম্যাচ খেলেছেন ইয়ামাল। ৭ গোলের পাশাপাশি করেছেন ১০টি অ্যাসিস্ট।

 ক্রোয়েশিয়ার বিপক্ষে রেকর্ড গড়েছেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরো অভিষেকের। সেদিন তার বয়স ছিল ১৬ বছর ৩৩৮ দিন। সেই ম্যাচে সবচেয়ে কম বয়সী হিসেবে ইউরোয় অ্যাসিস্টের রেকর্ডও তার। এবার হাতছানি সবচেয়ে কম বয়সী হিসেবে ইউরোয় গোল করার। পারবেন তো ইয়ামাল?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত