Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বন্ধু উইলিয়ামসকে ম্লান করলেন ইয়ামাল

নাচে গোল উদযাপন ইয়ামালের। ছবি : এক্স
নাচে গোল উদযাপন ইয়ামালের। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নিকো উইলিয়ামসের সঙ্গে লামিনে ইয়ামালের দুর্দান্ত জুটিই হয়েছিল ইউরোয়। সেই থেকে বার্সায় দুজনকে একসঙ্গে চাইছিলেন ভক্তরা। বার্সা চেষ্টা করলেও শেষ পর্যন্ত পায়নি উইলিয়ামসকে। সেই উইলিয়ামসের অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শনিবার লা লিগায় ২-১ গোলে জিতল বার্সা। কাতালানদের হয়ে একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোস্কি।

এবারের লা লিগায় এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। ম্যাচের আগে বন্ধু ইয়ামালসহ বার্সার খেলোয়াড়দের সঙ্গে মজা করছিলেন উইলিয়ামস। তাকে হাত মেলাতে দেখা যায় বার্সা কোচ হান্সি ফ্লিকের সঙ্গেও। এ নিয়ে ম্যাচ শেষে ফ্লিক জানালেন, ‘‘ইউরো জেতায় ওকে অভিনন্দন জানিয়েছি। প্রতিপক্ষ নিয়ে কথা বলা পছন্দ নয় আমার।’’

বন্ধু উইলিয়ামসের সঙ্গে ইয়ামাল।

৬৫.৬ শতাংশ বলের দখল রেখে খেলে বার্সা পোস্টে শট নিয়েছিল ১৩টি, লক্ষ্যে ছিল এর ৫টি। রবার্ট লেভানদোস্কির দুটি শট ফিরে পোস্টে লেগে। অ্যাথলেতিক বিলবাও পোস্টে ৯টি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ২টি।

২৪তম মিনিটে ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি-কিকে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক অ্যালেক্স পাদিয়া। ফিরতি  বল বক্সের বাইরে পেয়ে জায়গা তৈরি করে বাঁকানো বুলেট শট নেন ইয়ামাল যা এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জড়ায় জালে।

৩৭ মিনিটে দারুণ ড্রিবলিংয়ে ইয়ামাল পাস দিয়েছিলেন রাফিনিয়াকে। এই ব্রাজিলিয়ান বল দেন লেভানদোস্কিকে। কিন্তু তার শট ফিরে পোস্টে লেগে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ওইয়ান সানসেত। আলেহান্দ্রো রেমিরোকে ডি-বক্সে ফাউল করেছিলেন বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি।

টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন লেভা।

৫৭ মিনিটে আবারও রাফিনিয়ার পাস থেকে নেওয়া লেভানদোস্কির শট ফিরে পোস্টে লেগে। তবে ৭৫ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন লেভাই। পেদ্রির বক্সে বাড়ানো বলের কাছাকাছি পৌঁছেও হাতে রাখতে পারেননি বিলবাও গোলরক্ষক। বল পান লেভানদোস্কি। এমন উপহার পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি।

ম্যাচে ইয়ামাল উজ্জ্বল থাকলেও কোনও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি নিকো উইলিয়ামস। কুন্দের বিপক্ষে পুরো ম্যাচে করতে পারেননি একটি ড্রিবলও। ইউরোর পর প্রথম দেখায় বন্ধুকে ম্লানই করেছেন ইয়ামাল।

লা লিগার অপর ম্যাচে সোসিয়েদাদ ১-০ গোলে এস্পানিওলকে আর ওসাসুনা ১-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। ইতালির সিরি ‘এ’তে দুই রকম ভাগ্য বরণ করেছে দুই মিলান। পারমা ২-১ গোলে হারিয়েছে এসি মিলানকে তবে ইন্টার মিলান ২-০ গোলে হারায় লেচ্চেকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত