মুগ্ধতা ছড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের চতুর্থ শিরোপা জিতেছে স্পেন। তাদের সাফল্যযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুই উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। জাতীয় দলের পর এই দুই তরুণকে জুটি বাঁধতে দেখা যেতে পারে বার্সেলোনায়। সে চেষ্টাই করে যাচ্ছে কাতালান ক্লাবটি।
ইয়ামাল বার্সেলোনার খেলোয়াড়। ক্লাবটির একাডেমি পেরিয়ে মাত্র ১৫ বছর বয়সে মূল দলে অভিষেক হয়েছে তার। ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা মেলে। এরপর একাদশে সুযোগ পেয়ে স্পেনকে শিরোপা জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়।
বার্সেলোনার পারফরম্যান্সেই ইয়ামালের জাতীয় দলে সুযোগ পাওয়া। এবার তার সঙ্গে উইলিয়ামসকে যুক্ত করে নতুন মৌসুমের পরিকল্পনা সাজাতে চায় কাতালান ক্লাবটি। এজন্য উইলিয়ামসের এজেন্টের সঙ্গে আলোচনা শুরু করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
২১ বছর বয়সী উইলিয়ামস আথলেতিক বিলবাওয়ের খেলোয়াড়। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার গোলেই এগিয়ে গিয়েছিল স্পেন। ফলে এই উইঙ্গারের ওপর নজর পড়েছে বেশ কয়েকটি ক্লাবের। যার মধ্যে রয়েছে আর্সেনাল ও চেলসি। ইংলিশ দুই ক্লাবের আগে উইলিয়ামসের ব্যাপারে নিশ্চিত হতে চাইছে বার্সেলোনা। এজন্য গত বুধবার উইলিয়ামসের এজেন্ট ফেলিক্স তাইনতার সঙ্গে আলোচনায় বসেছিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
স্প্যানিশ সংবাদ মাধ্যম হিহান্তেসের খবর, জারাগোজায় উইলিয়ামসের চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের। বার্সেলোনা আরও আগে থেকেই নজরে রেখেছিল এই উইঙ্গারকে। এখন চেলসি ও আর্সেনাল হাত বাড়ানোয় দ্রুতই সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে কাতালানরা।
ইয়ামাল ও উইলিয়ামসের সম্পর্ক দারুণ বন্ধুত্বপূর্ণ। স্পেনের হয়ে দুজনের পারফরম্যান্সও দুর্দান্ত। বোঝাপড়াও ভালো। সব মিলিয়ে এই জুটিটা বার্সেলোনায় দাঁড় করাতে পারলে ন্যু ক্যাম্প হয়তো আবার সাফল্যের আলোয় ভাসবে!