সামনের মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা হয়তো তাদেরই হবে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মহারণে তাদের দিকেই থাকবে নজর। ক্লাব ফুটবলে যাই ঘটতে যাক, ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের মধ্যে মধুর সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেল। সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ইয়ামালের কাছ থেকে জার্সি চেয়ে পাঠিয়েছিলেন এমবাপ্পে।
ইউরোর ফাইনালের আগে এই ঘটনা ইয়ামাল নিজেই জানিয়েছেন মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা-কে। ইউরোপসেরার সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। আলিয়েঞ্জ অ্যারেনার এই ম্যাচ ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ফরাসিরা। তবে ম্যাচ শেষ হওয়ার পর ইয়ামালের জার্সি চেয়েছিলেন এমবাপ্পে।
ইয়ামাল বার্সেলোনার খেলোয়াড়। অন্যদিকে আগামী মৌসুমে রিয়ালের জার্সিতে খেলবেন এমবাপ্পে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের সদস্য হলেও ইউরোর মঞ্চ তাদের সম্পর্কের একটা সেতু তৈরি করে দিল। ফ্রান্সকে বিদায় করার পথে চমৎকার একটি গোল করেছিলেন ইয়ামাল। সেকারণেই হয়তো তার জার্সি চেয়ে পাঠিয়েছিলেন এমবাপ্পে।
ইয়ামালের বর্ণনায় ঘটনাটা এমন, “এমবাপ্পে আমার কাছে চেয়েছিল এটা (ফ্রান্সের বিপক্ষে খেলা জার্সি)। তার (এমবাপ্পে) পক্ষ হয়ে কিট ম্যান ড্রেসিং রুমে এসে আমাকে কথাটা জানায়। শুধু এই ম্যাচ নয়, ইতালি ম্যাচের পরও (জার্সি) চেয়েছিল (ফেদেরিকো) কিয়েসা। যদি এমবাপ্পে (জার্সি) চায়, তাহলে তো আমার দিতে কোনও সমস্যা নেই।”