Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বাবা ছুরিকাহত হলেও অনুশীলনে ইয়ামাল

ইউরো জয়ের পর বাবার সঙ্গে ইয়ামাল।
ইউরো জয়ের পর বাবার সঙ্গে ইয়ামাল।
[publishpress_authors_box]

কাতালুনিয়ার মাতারো অঞ্চলে পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন লামিনে ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। সেখানে কিছু লোকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল তার। কিছুক্ষণ পর তারা ফিরে একাধিকবার ছুরিকাঘাত করে ফেলে চলে যায় ইয়ামালের বাবাকে।

মাতারা কান রুতি হাসপাতালে চিকিৎসাধীন নাসারাউয়ি শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এখনও। এই ঘটনায় কাতালান পুলিশ গ্রেপ্তার করেছে ৩ জনকে। তারা খুঁজছে আরও একজনকে।

বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরের মাতারো অঞ্চলের রোচাফন্দায় বাবা গুরুতর আহত হলেও ইয়ামাল যোগ দিয়েছেন দলের ট্রেনিং সেশনে।

 শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বার্সেলোনার লা লিগা অভিযান। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান গত ইউরোয় আলো ছড়ানো ইয়ামাল।

 ইউরো চলার সময় মেসির সঙ্গে ইয়ামালের  শৈশবের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তার বাবা মৌনির নাসরাউয়ি। বার্সায় সেই মেসির শূন্যস্থান পূরণে ইয়ামালেই ভরসা রাখছেন অনেকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত