Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু

ভারি বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে পড়ে ঘরের ওপর। ছবি : সকাল সন্ধ্যা
ভারি বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে পড়ে ঘরের ওপর। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক নারী ও তার দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে।

রবিবার ভোররাত ৩টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়ার ইউএনও মো. সাইফুল ইসলাম জয়।

নিহতরা হলো– পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকার মো. সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২) এবং শিশু কন্যা তোহা (৮) ও ময়না (১৩)।

স্থানীয়দের বরাতে ইউএনও জয় বলেন, শনিবার দিনভর পেকুয়ায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে শুরু হয় টানা ভারি বৃষ্টি। ভোররাতে ভারি বৃষ্টির সময় পাহাড়ের খাদের নিচে বসবাসকারী সরওয়ার আলমের টিনশেড সেমিপাকা বসত ঘরের ওপর বড় একখণ্ড মাটি ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও দুই শিশুকন্যা মাটি চাপা পড়ে।

তিনি বলেন, ওই সময় পরিবারের অন্য লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলেও মা ও দুই মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সকালে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েদের মৃতদেহ উদ্ধার করে।

ইউএনও জানান, নিহতদের লাশ তাদের বাড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত