প্রবল বৃষ্টিতে আবার পাহড় ধস ঘটেছে কক্সবাজারে; এবার মারা গেছে এক শিশু ও এক নারী।
বুধবার মাঝরাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে শহরে দুটি পাহাড়ে ধস ঘটে।
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার ও এবিসি ঘোনা এলাকায় পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং সিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৫)।
স্থানীয়দের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, ভোরের দিকে সিকদার বাজার এলাকায় সাইফুল ইসলামের বাড়ির পাশের পাহাড় ধসে পড়ে। এতে মাটির দেয়াল ভেঙে তার ছেলে নাজমুল হাসান ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে।
স্থানীয়রা মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে কক্সবাজারের এবিসি ঘোনা এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় জমিলা আক্তারের মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি রকিবুজ্জামান বলেন, পাহাড় ধসের সময় জমিলা ও তার স্বামী মোহাম্মদ করিম আলাদা কক্ষে ঘুমাচ্ছিলেন। তাদের বাড়ির ওপর পাহাড় ধসে পড়লে জমিলা মাটিচাপা পড়েন।
পরে স্থানীয়রা জমিলাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।