লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই দল পেয়েছেন মোস্তাফিজুর রহহমান। বাংলাদেশের এই পেসারকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স। এই দলটির আইকন প্লেয়ার তিনি।
মোস্তাফিজ এবারই প্রথম এলপিএলে খেলবেন। এবার আইপিএলে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ, যা তুষার দেশপান্ডের (১৩ ম্যাচে ১৭ উইকেট) পর চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
এলপিএলে দল পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও। আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত ড্রাফটে ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যের তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স।
লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলার ভিত্তিমূল্যের এই উইকেটরক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কেউ। ৫০ হাজার ইউএস ডলারের মুশফিকুর রহিমকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।
৪০ হাজার ডলার ভিত্তিমূল্য ছিল বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। এই দুজনকেও কিনেনি কেউ। এছাড়া দল পাননি তামিম ইকবাল আর শরিফুল ইসলামও।