মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সর্বকালের সেরা কেটি লেডেকি। নিজের শ্রেষ্ঠত্ব আরও এক অলিম্পিকে ধরে রাখলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। প্যারিসে এই ইভেন্টে জিতলেন সোনা, যা অলিম্পিকে একই ইভেন্টে তার চতুর্থ। মাইকেল ফেলপস ছাড়া এক ইভেন্টে টানা চারবার সোনা ধরে রাখতে পারেননি আর কেউ। ফেলপস ২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত জিতেছিলেন ২০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা।
৮ মিনিট ১১.০৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেন লেডেকি। ১.২৫ সেকেন্ড সময় নিয়ে রুপা অস্ট্রেলিয়ার টিটমাসের। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের পেইজ ম্যাডেন।
৮০০ মিটারের এই সাফল্যে অলিম্পিকে মেয়েদের মধ্যে সর্বোচ্চ ৯টি সোনা জেতা লারিসা লাতিনিনার পাশে বসলেন লেডেকি। সাবেক সোভিয়েত ইউনিয়নের লাতিনিনা ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত জিমন্যাস্টিকসে জেতেন ৯টি সোনা।
লেডেকি ২০১২ লন্ডন অলিম্পিকে ১টি, ২০১৬ রিওতে ৪টি, ২০২০ টোকিওতে দুটি আর প্যারিসে জিতলেন দুটি সোনা। সবমিলিয়ে তার অলিম্পিক পদক ১৩টি। এর ৯টি সোনা, ৪টি রুপা আর ১টি ব্রোঞ্জ।
এদিকে সিমোন বাইলস প্যারিসে জিতেছেন তৃতীয় সোনা। ভল্টে আট বছর পর ফিরে পেয়েছেন নিজের রাজত্ব। সোনা জিতেছেন ১৫.৩ পয়েন্টে। প্রথম প্রচেষ্টায় ১৫.৭ আর দ্বিতীয় চেষ্টায় তার স্কোর ছিল ১৪.৯।
ব্রাজিলের রেবেকা ১৪.৯৬৬ পয়েন্ট পেয়ে জিতেছেন রুপা। গত অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনিই। ১৪.৪৬৬ পয়েন্টে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের জেইড ক্যারি।
চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিক টেনিসের এককে সোনা জিতেছেন ঝেং কিনওয়েন। মেয়েদের এককে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে ৬–২, ৬–১ গেমে হারিয়ে সোনা জিতেন তিনি।
কানাডার ১৭ বছর বয়সী সাঁতারু সামার ম্যাকিনটশ প্যারিসে জিতলেন তৃতীয় সোনা। ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির পর ম্যাকিনটশ জিতেছেন ২০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনাও।