Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সুপ্রিম কোর্ট বার নির্বাচন

সুষ্ঠু ভোটে বিজয়ের প্রত্যাশা আইনজীবী নেতাদের

বার
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

উচ্চ আদালতে কর্মরত আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ। নানা ঘটনার পর সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা।

এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন সাব-কমিটি।

বরাবরের মতো এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল তথা নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে।

দুই প্যানেলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকেই।

উচ্চ আদালত এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। ব্যানার-ফেস্টুনে আঙিনা সেজেছে বর্ণিল সাজে। প্রতিদিন সকাল থেকে আইনজীবী সমিতি ভবনের প্রবেশমুখে দাঁড়িয়ে ভোটাদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রার্থীরা।

ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রার্থীর পরিচয় সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ইশতেহার।

শুরুতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হলেও নির্বাচন সাব কমিটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য যেকোনো সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।

সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে এক বছরের জন্য কমিটি নির্বাচিত হয়। পদগুলোর বিপরীতে এবার মোট প্রার্থী ৩৩ জন। যার মধ্যে দুটি প্যানেল থেকে ২৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন।

সাদা প্যানেল

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তথা সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন- আবু সাঈদ সাগর, সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি দুটি পদে যথাক্রমে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন (সেতু), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব)। আর সদস্য সাতটি পদে যথাক্রমে-খালেদ মোশাররফ (রিপন), মাহমুদা আফরোজ (মনি), মোহাম্মদ খালেকুজ্জামান ভূইয়া, মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও সৌমিত্র সরদার প্রার্থী হয়েছেন।

নীল প্যানেল

সভাপতি পদে প্রার্থী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন (খোকন), সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), সহ-সভাপতি দুটি পদে মো. হুমায়ুন কবির ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান (মিলন) ও মোহাম্মদ আব্দুল করিম। আর সদস্য সাতটি পদে ফাতিমা আক্তার, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ, মো. ইব্রাহিম খলিল ও সৈয়দ ফজলে এলাহী, 

দুই প্যানেলের বাইরে

দুটি প্রধান রাজনৈতিক দল সমর্থিত সাদা-নীল প্যানেলের বাইরে গিয়ে সভাপতি পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তার মধ্যে একজন হলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান) এবং মো. ইউনুছ আলী আকন্দ।

সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথী ও ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া প্রার্থী হয়েছেন, কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. সাইফুল ইসলাম।

জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন সকাল সন্ধ্যাকে বলেন, “আমি বিশ্বাস করি পূর্বে যা-ই হয়েছে এবারের নির্বাচনটা সুষ্ঠু হবে।

“আমি মনে করি নির্বাচনে গিয়ে আইনজীবীদের জন্য কাজ করা একটা সামাজিক দায়িত্ব। যারা নির্বাচিত হবেন তাদের এটা মনে রাখতে হবে। এইখান থেকে কিছু পাব না। বরং ত্যাগের মানসিকতা থাকতে হবে।”

নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে আগের মতোই অবস্থান নেবেন বলে জানালেন এই আইনজীবী নেতা। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সকাল সন্ধ্যার কথা হয় আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে।

তিনি বলেন, “সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে অনেক নতুন সদস্য যুক্ত হয়েছেন, অনেক জুনিয়র আইনজীবী আছেন যাদের এখন পর্যন্ত বসার জায়গা দেওয়া যায়নি। আইনজীবীদের স্থান সংকট একটি বিরাট সমস্যা। এই সমস্যা সমাধানে ইশতেহারে আমরা একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ করার কথা বলেছি।

“যদি নির্বাচিত হতে পারি তাহলে এটি আমরা করব। এছাড়া এই অঙ্গনে টাউট ও দালাল উচ্ছেদ এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর থাকবে।”

সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে তিনি নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সবাইকে সংযত আচরণ করতে আহ্বান জানান।

তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি সকাল সন্ধ্যাকে বলেন, “এবারের নির্বাচন সাব কমিটির বিষয়ে আমরা আপত্তি দিয়েছি। কয়েকজনের বিষয়ে আপত্তি দিয়ে আমরা বলেছি, তাদেরকে নির্বাচন সাব কমিটিতে রাখলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা আমাদের পক্ষ থেকে বার বার সুষ্ঠ নির্বাচনের দাবি করে আসছি। আশা করি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ী হব।”

অন্যদিকে নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সংবাদ সম্মেলন করে বলেছেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও কলুষমুক্তভাবে করবেন। এজন্য প্রয়োজনীয় যা যা করার দরকার তাই তারা করবেন। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিটি বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

ধাওয়া, পাল্টা ধাওয়া, ভাংচুর আর বিক্ষোভের মধ্য দিয়ে ২০২৩-২০২৪ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন আনুষ্ঠানিক বর্জনের ঘোষণা না দিলেও নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তোলেন বিএনপিপন্থী আইনজীবীরা। গত বছরের ১৭ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতেই জয় পান আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের আইনজীবীরা।

ওই নির্বাচনে মো. মোমতাজ উদ্দিন ফকির পেয়েছিলেন ৩৭২৫ ভোট। ভোট থেকে বিরত থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন পান ২৯৩ ভোট।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এক নোটিশে আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ শেসনে দুই দিনব্যাপী ৬ ও ৭ মার্চ নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুসারে, ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর‌্যন্ত মনোনয়নপত্র জমা হয়। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়। সবশেষ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচনে মোট ভোটার ৭ হাজার ৮৮৩ জন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত