বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ অন্যান্য আদালতে দায়ের হওয়া সব মামলায় সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে চান সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।
আপিল বিভাগে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত হওয়া নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই ইচ্ছার কথা জানান তিনি।
জুলাই-আগস্টের একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীকে হাই কোর্ট জামিন দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষের এক আবেদেনের শুনানি নিয়ে জামিন স্থগিত করে আপিল বিভাগ। বৃহস্পতিবার আদালতে মেহেদী হাছান চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী পান্না।
পরে বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেড আই খান পান্না বলেন, “যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব (লড়ব)। এই তো ক্লিয়ারলি বলে গেলাম, যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব।”
ট্রাইব্যুনালের মামলাতে লড়বেন কি-না– এমন প্রশ্নের জবাবে মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন পান্না বলেন, “শুধু ট্রাইব্যুনালে কেন, সব মামলাতেই (লড়ব)।”
এ সময় সাংবাদিকদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে এই আইনজীবী বলেন, “ব্যর্থ কি এখন হয়ে যায়নি? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে? গণমাধ্যমের স্বাধীনতা আছে, পূর্ণমাত্রায়? নট এট অল (একেবারেই না)। আই ডোন্ট বিলিভ ইট (আমি এটা বিশ্বাস করি না)।”
রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চায় না, বিষয়টি প্রধান উপদেষ্টা ড. ইউনূস অনুধাবন করেছেন বলে মনে করেন আইনজীবী পান্না।
তিনি বলেন, “এই সরকারের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র রিয়েলিটি হচ্ছে, নির্বিঘ্নে, রেভেল প্লেয়িং ফিল্ডে একটা নির্বাচন দেওয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নাথিং এলস। এই সরকারের আর কোনও দায়িত্ব নেই।”
এই আইনজীবী মনে করেন, গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনও সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা কর্মসূচির মধ্যে গত ১৯ জুলাই ঢাকার মেরাদিয়া এলাকায় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৭ অক্টোবর মো. বাকের নামে এক ব্যক্তির করা মামলায় আইনজীবী পান্নার নামও ওঠে আসামির তালিকায়।
এ বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে সমালোচনার মুখে ভুলবশত আইনজীবী পান্নাকে আসামি করা হয়েছে বলে জানান মামলার বাদী মো. বাকের।
পরে মামলার এজাহার থেকে আসামি হিসেবে জেড আই খান পান্নার নাম বাদ দিয়ে তদন্ত করার জন্য তিনি থানায় আবেদনও করেন।