Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

লুটপাট করায় যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

শেখ হাসিনা সরকার
শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও লুটপাট চালানো হয়।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকায় যুবদলের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দল থেকে বহিস্কৃত নেতারা হলেন, মো হুমায়ুন, মো কাউসার, মো সাদ্দাম ও মো বাশার। হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য, সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাশার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। এরপর নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় যুবদল। এ নির্দেশনা অমান্য করে এই চার নেতার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, “চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার কোনও সুযোগ নেই। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”

এর আগে স্কুলশিক্ষকসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউছার মানিক বাদলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত