হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় রবিবার দুর্ঘটনার কবলে পড়েছিল তাকে বহনকারী হেলিকপ্টারটি।
বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর আগে আরও অন্তত ২১ দেশের ২৩ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের মৃত্যুর তথ্য মিলেছে। তাদের মধ্যে তিনজন হত্যাকাণ্ডের শিকার।
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারসহ গত ৮৮ বছরে দুর্ঘটনা বা নাশকতার শিকার ২৩টি আকাশযানের মধ্যে ১৩টি যুক্তরাষ্ট্রে তৈরি।
নিহতদের মধ্যে আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক, ইরাকের প্রেসিডেন্ট আবদুল সালাম আরিফ, ফিলিপাইনের প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাই ও লেবাননের প্রধানমন্ত্রী রাশিদ কারামি।
বিমান দুর্ঘটনায় ব্রাজিলের দুজন প্রেসিডেন্ট এবং পোল্যান্ডের একজন প্রেসিডেন্ট ও একজন প্রধানমন্ত্রীর প্রাণ গেছে। এক ঘটনায় প্রাণ গেছে দুই দেশের প্রেসিডেন্টের। তারা হলেন- রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমান ও বুরুন্ডির প্রেসিডেন্ট সিপ্রিয়েন এনতারিয়েমিরা।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আগে এ বছরই ফেব্রুয়ারি মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাশ্চিয়ান পিনেরা।
সুইডেনের প্রধানমন্ত্রী আরভিদ লিন্ডমান
১৯৩৬ সালের ৯ ডিসেম্বর বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী আরভিদ লিন্ডমান। যুক্তরাষ্ট্রে তৈরি ডগলাস ডিসি-২ মডেলের বিমান দুর্ঘটনায় পড়েন তিনি।
প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোসে ফেলিক্স এস্তিগারিবিয়া
১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর বিমান বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ নিহত হন প্যারাগুয়ের তৎকালীন প্রেসিডেন্ট হোসে ফেলিক্স এস্তিগারিবিয়া। ফ্রান্সের তৈরি পোটেজ ২৫ মডেলের বিমান দুর্ঘটনায় পড়েন তিনি।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ওয়ালাদিস্ল ইউজিনিয়ুৎজ সিকোরস্কি
১৯৪৩ সালের ৪ জুলাই বিমান বিধ্বস্ত হয়ে পোল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী (নির্বাসিত) ওয়ালাদিস্ল ইউজিনিয়ুৎজ সিকোরস্কি নিহত হন। যুক্তরাষ্ট্রে তৈরি কনসলিডেটেড বি-২৪ লিবারেটেড মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তার মৃত্যু হয়।
ফিলিপাইনের প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাই
১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় মারা যান ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাই। যুক্তরাষ্ট্রের তৈরি করা ডগলাস সি-৪৭ স্কাইট্রেন বা ডাকোটা মডেলের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি।
ব্রাজিলের প্রেসিডেন্ট নেরেউ হামোস
১৯৫৮ সালের ১৬ জুন বিমান দুর্ঘটনায় নিহত হন ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট নেরেউ হামোস। ব্রাজিলের কুরিতিবা অফোনসো পেনা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি কনভেয়ার সিভি-৪৪০ মেট্রোপলিটন মডেলের বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বারথেলেমি বোগান্ডা
১৯৫৯ সালের ২৯ মার্চ বিমান দুর্ঘটনায় নিহত হন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী বারথেলেমি বোগান্ডা। ফ্রান্সে তৈরি নর্ড নরাটলাস মডেলের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় তার।
ইরাকের প্রেসিডেন্ট আবদুল সালাম আরিফ
১৯৬৬ সালের ১৩ এপ্রিল বিমান দুর্ঘটনায় নিহত হন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল সালাম আরিফ। যুক্তরাজ্যে তৈরি ডি হ্যাভিল্যান্ড ডাভ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় তার।
ব্রাজিলের প্রেসিডেন্ট হাম্বার্তো ডি অ্যালেনকার ক্যাস্তেলো ব্রানকো
১৯৬৭ সালের ১৮ জুলাই দুর্ঘটনায় মারা যান ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট হাম্বার্তো ডি অ্যালেনকার ক্যাস্তেলো ব্রানকো। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার চার মাস পর যুক্তরাষ্ট্রের তৈরি পাইপার পিএ-২৩ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি।
বলিভিয়ার প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েন্তোস
১৯৬৯ সালের ২৭ এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েন্তোস। যুক্তরাষ্ট্রের তৈরি হিউজেস ৩৬৯ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান তিনি। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠলেও কখনও সেই অভিযোগ প্রমাণ করা যায়নি।
মাদাগাস্কারের প্রধানমন্ত্রী জোয়েল রাকোতোমালালা
১৯৭৬ সালের ৩০ জুলাই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে মারা যান মাদাগাস্কারের তৎকালীন প্রধানমন্ত্রী জোয়েল রাকোতোমালালা। ফ্রান্সের তৈরি অ্যারোস্প্যাতিয়েলে অ্যালুয়েত্তে ৩ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যু হয়।
যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ডিজেমাল বিজেডিস
১৯৭৭ সালের ১৮ জানুয়ারি বিমান দুর্ঘটনায় নিহত হন যুগোস্লাভিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ডিজেমাল বিজেডিস। যুক্তরাষ্ট্রে তৈরি লিয়ারজেট ২৫ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি।
মৌরিতানিয়ার জান্তাপ্রধান আহমেদ ওলুদ বৌসেফ
১৯৭৯ সালের ২৭ জানুয়ারি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান মৌরিতানিয়ার তৎকালীন সামরিক জান্তা প্রধান আহমেদ ওলুদ বৌসেফ। কানাডার তৈরি ডি হ্যাভিল্যান্ড কানাডা ডিএসসি-৪ ক্যারিব্যু মডেলের কার্গো বিমান বিধ্বস্ত হয়ে তার মৃত্যু হয়।
পর্তুগালের প্রধানমন্ত্রী ফ্রান্সিককো ডি সা কারনেরিও
১৯৮০ সালের ৪ ডিসেম্বর বিমান দুর্ঘটনায় মারা যান পর্তুগালের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রান্সিককো ডি সা কারনেরিও। যুক্তরাষ্ট্রে তৈরি সেসনা ৪২১ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় তার।
ইকুয়েডরের প্রেসিডেন্ট জেইমি রোলদোস অ্যাগুইলেরা
১৯৮১ সালের ২৪ মে ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট জেইমি রোলদোস অ্যাগুইলেরা নিহত হন। যুক্তরাষ্ট্রে তৈরি বিচক্রাফট সুপার কিং এয়ার মডেলের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি।
পানামার সামরিক শাসক ওমর তোরিজস
১৯৮১ সালের ৩১ জুলাই বিমান দুর্ঘটনায় প্রাণ যায় পানামার সামরিক শাসক ওমর তোরিজসের। কানাডার তৈরি ডি হ্যাভিল্যান্ড কানাডা ডিএসসি-৬ টুইন অটার মডেলের বিমান বিধ্বস্ত হয়ে তিনি মারা যান।
মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোরা ম্যাশেল
১৯৮৬ সালের ১৯ অক্টোবর বিমান দুর্ঘটনায় মারা যান মোজাম্বিকের তৎকালীন প্রেসিডেন্ট সামোরা ম্যাশেল। সোভিয়েত ইউনিয়নে তৈরি টুপোলেভ টু-১৩৪ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় তার।
লেবাননের প্রধানমন্ত্রী রাশিদ কারামি
১৯৮৭ সালের ১ জুন হেলিকপ্টারে থাকা অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত হন লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী রাশিদ কারামি। ফ্রান্সে তৈরি অ্যারোস্প্যাতিয়েলে এসএ ৩৩০ পুমা মডেলের হেলিকপ্টারে রিমোট কন্ট্রোলচালিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয় তাকে।
পাকিস্তানের প্রেসিডেন্ট মুহাম্মদ জিয়াউল হক
১৯৮৮ সালের ১৭ আগস্ট বিমান দুর্ঘটনা প্রাণ হারান পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদ জিয়াউল হক। যুক্তরাষ্ট্রের তৈরি লখিদ সি-১৩০ হারকিউলিস মডেলের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি।
রুয়ান্ডা ও বুরুন্ডির প্রেসিডেন্ট
১৯৯৪ সালের ৬ এপ্রিল ডাসোল্ট ফ্যালকন-৫০ মডেলের বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় নিহত হন রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমান ও বুরুন্ডির তৎকালীন প্রেসিডেন্ট সিপ্রিয়েন এনতারিয়েমিরা।
উত্তর মেসিডোনিয়ার প্রেসিডেন্ট বরিস ত্রাজকোভাস্কি
২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি বিমান দুর্ঘটনায় উত্তর মেসিডোনিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ত্রাজকোভাস্কি। যুক্তরাষ্ট্রে তৈরি বিচক্রাফট সুপার কিং এয়ার মডেলের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি।
পোল্যান্ডের প্রেসিডেন্ট লিচ ক্যাৎজিনস্কি
২০১০ সালের ১০ এপ্রিল বিমান দুর্ঘটনায় নিহত হন পোল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট লিচ ক্যাৎজিনস্কি। সোভিয়েত ইউনিয়নে তৈরি টুপোলে টু-১৫৪ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।
চিলির প্রেসিডেন্ট সেবাশ্চিয়ান পিনেরা
২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাশ্চিয়ান পিনেরা। যুক্তরাষ্ট্রে তৈরি রবিনসন আর৪৪ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যু হয়।