Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

পা টানা থেকে বিজ্ঞাপন বাণিজ্য

ooooooo
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ফুটবল মাঠে কত ধরনের ফাউল হয়। কখনও কোনো ফরোয়ার্ডকে আটকাতে ডিফেন্ডাররা টেনে ধরেন জার্সি, তো কেউ টেনে ধরেন প্যান্ট! এবারের কোপায় আর্জেন্টাইন উইঙ্গার নিকোলাস গঞ্জালেস পা টেনে ধরেছিলেন চিলির মরিসিও ইসলার! রেফারি আবার ফাউল দেননি সেই ঘটনায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া হয়েছে যথেষ্ট। মজা করেছেন নিকোলাস গঞ্জালেস নিজেও। নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে পেছন থেকে পা টেনে ধরার ছবি পোস্ট করেছিলেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-চিলি ম্যাচের ৬১তম মিনিটে  গঞ্জালেস মাটিতে পড়তে পড়তেই ইসলার পায়ে হাত দেন। তবু বল নিয়ে এগিয়ে যেতে চাচ্ছিলেন ইসলা, তখনই তার গোড়ালি টেনে ধরেন গঞ্জালেস। ইসলার পায়ে তখন ছিল নাইকির বুট।

‘ভাইরাল’ এই ফাউল নিয়ে একটা বিজ্ঞাপনও ভাইরাল রীতিমতো। সেই ফাউলের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘‘সবাই একটা জোড়া চায়। আপনারটা নিতে নাইকিতে আসুন’’। বিজ্ঞাপনটা নাইকিই করেছে কিনা, এটা নিশ্চিত নয়। কারণ তাদের অফিসিয়াল সাইটে এ ধরনের কিছু নেই। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট, ‘‘৪৪২.পারফিল.ডটকম’’ অবশ্য দাবি করেছে এটা নাইকিরই বিজ্ঞাপন। ঘটনা যাই হোক এতে দারুণ প্রচার হয়েছে নাইকির।

ভাইরাল এমন মুহূর্ত নিয়ে অবশ্য একাধিক বিজ্ঞাপন করেছে নাইকি। তাদের সেই বিজ্ঞাপনগুলো নিয়ে আলোচনা হয়েছে যথেষ্ট। ১৯৮৮ সালে নাইকির ‘জাস্ট ডু ইট’ শিরোনামের প্রথম বিজ্ঞাপনটা নিয়েই মাতামাতি হয় বিশ্বজুড়ে।

 

৮০ বছর বয়সী ওয়াল্ট স্টাক নাইকির জুতো পরে দৌড়াচ্ছিলেন গোল্ডেন গেট ব্রিজে। সান ফ্রান্সিসকোর বিখ্যাত এই দৌড়বিদ তার জীবনে দৌড়েছিলেন ৬২ হাজার মাইল। তাকে নিয়ে প্রথম বিজ্ঞাপন করে আলোচনার জন্ম দেয় নাইকি।

এরপর তারা কাজে লাগিয়েছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, টেনিসের পিট সাম্প্রাস-আন্দ্রে আগাসি, গলফের টাইগার উডস থেকে শুরু করে ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো-রোনালদিনহো-ওয়েইন রুনিদের। ১৯৯৯ সালে গলফ ক্লাব নিয়ে বল জাগলিং করছিলেন টাইগার উডস।

সেটা নিয়ে বিজ্ঞাপন বানিয়ে প্রশংসিত হয় নাইকি। এ নিয়ে টাইগার উডস বলেছিলেন, ‘‘আন্দ্রে আগাসিকে টেনিস র‌্যাকেট নিয়ে বল জাগলিং করতে দেখেছিলাম। আমি সেটারই অনুসরণ করেছিলাম শুধু।’’

২০১০ ফুটবল বিশ্বকাপ নিয়ে ‘রাইট দি ফিউচার’ শিরোনামে বিজ্ঞাপন তৈরি করে তো কান লায়ন্স মার্কেটিং অ্যাওয়ার্ডই জিতেছিল নাইকি। সেবার প্রথম বিশ্বকাপ আয়োজন হয় আফ্রিকা মহাদেশে। এ নিয়ে অস্কার জয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেসকে দিয়ে তিন মিনিটের সেই ক্লিপ তৈরি করেছিল নাইকি।

তাতে অংশ নিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, রোনালদিনহো, দিদিয়ের দ্রগবা, ওয়েইন রুনি, ফাবিও কানাভারো, ফ্রাঙ্ক রিবেরিরা। সিনেমায় যেমন ‘ক্যামিও’ চরিত্রে অভিনয় করেন তারকারা তেমনি এই বিজ্ঞাপনেও ফুটবলার না হয়েও অংশ নিয়েছিলেন রজার ফেদেরার, কোবে ব্রায়ান্ট আর হোমার সিমসন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত