বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে।
রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
আবেদনে বলা হয়, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা আত্মাসাৎ করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে চার সদস্য বিশিষ্ট একটি টিমের অনুসন্ধান কার্যক্রম চলছে।
বিশ্বস্তসূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া থামানো প্রয়োজন।
নানা বিতর্ক ও অভিযোগ সঙ্গী করে টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী।
৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই তাকে অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তাকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানা যায়। সবশেষ ২০২৩ সালে সপ্তমবারের মতো বাড়ানো হয় তার মেয়াদ।