Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সেইলর আউটলেটে এখন পূজার পোশাক সমারোহ

Puja242504
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হতে হাতে আর বেশি সময় বাকি নেই। পূজার আনন্দে নারী, পুরুষ, তরুণ-তরুণী এবং শিশু-কিশোরদের রঙিন করে সাজাতে হরেক রকমের সাজ-পোশাকের সমারোহ এনেছে সেইলর।

ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সেইলর এবারের পূজা উপলক্ষে আউটলেটে রেখেছে সালোয়ার সুট, পাঞ্জাবি, শার্ট, কুর্তি, টু পিস, টপস এবং আরও বাহারি নকশার পোশাক।

দিনভর আরাম ও ফ্যাশন একই সঙ্গে ধরে রাখতে পুরুষের পোশাক বানানো হয়েছে গিজা কটন, সফট কটন এবং হাই-কাউন্ট সুতার তৈরি ব্লেন্ডেড ফেব্রিক এবং প্রিমিয়াম ফেব্রিক।

নারীর পোশাকে রয়েছে প্রিমিয়াম সিল্ক , রিংকেল বা কুঁচকানো শিফন, প্রিন্টেড সফট সিল্ক।

মোট কথা, সবচেয়ে আরামদায়ক ফেব্রিকে প্রাধান্য দিয়েছে সেইলর। 

মেরুন, হলুদ, লাল, গোলাপি, টিল এবং আরও বাহারি রঙে পূজা উপলক্ষে পোশাক নকশা করা হয়েছে।

পোশাকে নিখুঁত হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, পার্ল প্রিন্ট, সিকুইন ওয়ার্কে ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল আর্ট এবং সমসাময়িক মোটিফ।

সেইলর আউটলেটে জামার সঙ্গে মিলিয়ে পাওয়া যাবে ফুটওয়্যার এবং ব্যাগ। আরও আছে প্রিয়জন ও বন্ধু-স্বজনদের জন্য উপহার সামগ্রীর সমাহার।

এখন পরিবারের সবাই উৎসবের দিনে একই রঙ এবং নকশার পোশাকে সাজতে চান। সেসব চিন্তা করেই সেইলর রেখেছে কাপল এবং ফ্যামিলি কম্বো।

‘উৎসব মানেই সেইলর’ হয়ে ওঠা এই ব্র্যান্ডের পূজার নতুন পোশাক সমাহার পাওয়া যাবে সব আউটলেটে; কেনা যাবে অনলাইন থেকেও।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত