কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সুনামগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুরে এবং অন্যজন একই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রাণ হারান।
নিহতরা হলেন মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে মালেক নূর (৪৫) ও রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুন নুর (৩৮)।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাতে ওই দুইজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন বলেন, কৃষি শ্রমিক আব্দুন নুর টাংনির হাওর থেকে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন। সেসময় বজ্রপাতে তিনি মারা যান।
অন্যদিকে মালেক নূরের মৃত্যু সম্পর্কে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদ চৌধুরী মিন্টু জানান, কালিকুটা হাওরে পাকা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন মালেক। সেসময় তিনি বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।