লন্ডনে ‘আ কমপ্লিট আননোন’ মুভির প্রিমিয়ারে লাইম বাইকে চড়ে এসে ভাইরাল হলেন টিমোথি শ্যালামে। সামাজিক মাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া এক ছবিতে নেভি ব্লু স্যুট পরা অবস্থায় একটি ইলেকট্রিক বাইকের সঙ্গে দেখা যায়। তবে এই বাইক ভুল জায়গায় পার্ক করার জন্য জরিমানা গুনতে হয়েছে তাকে।
লাইম বাইক হলো এক ধরনের ইলেকট্রিক সাইকেল। বিশ্বের বড় শহরগুলোতে লাইম ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে এই সাইকেল ভাড়া নেওয়া যায়।
তবে লন্ডনে এই সাইকেল সঠিক জায়গায় পার্ক না করার জন্য তাকে নাকি জরিমানা দিতে হয়েছে। ফ্রান্সের টিএমসি চ্যানেলে প্রচারিত টকশো কোতিদিয়া-তে এমন মন্তব্য করেছেন টিমোথি শ্যালামে।
ওই টক শোতে শ্যালামে জানান, লন্ডনের ওই শোতে সাইকেল সঠিকভাবে পার্ক না করায় তাকে ৬৫ পাউন্ড জরিমানা গুনতে হয়।
শ্যালামে জানান, লন্ডনের ট্র্যাফিক জ্যাম এড়াতে গাড়ির বদলে তিনি সাইকেলে চড়ে প্রিমিয়ারে যেতে চেয়েছিলেন। প্রিমিয়ারে ঠিক সময়ে পৌঁছালেও তাকে গুনতে হয়েছে অনেক অর্থ জরিমানা।
হাসতে হাসতে শ্যালামে বলেন, “এই ঘটনায় তো লাইম কোম্পানির বিজ্ঞাপনই হয়ে গেছে।”
‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় টিমোথি চালামে কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের চরিত্রে অভিনয় করেছেন। ১৯৬১ সালের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে দেখা গেছে ১৯ বছর বয়সী বব ডিলানের সঙ্গীত যাত্রা।