Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নতুন ভোকাল নিয়ে সাত বছর পর আবারও লিঙ্কিন পার্ক

Linkin Park 2
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও শ্রোতাদের কাছে ফিরে আসছে জনপ্রিয় রক ব্যান্ড লিঙ্কিন পার্ক। ফ্রন্টম্যান চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এই প্রথম ব্যান্ডটিকে লাইভে দেখা যাবে। ২০১৭ সালে চেস্টার বেনিংটন আত্মহননের পথ বেছে নিলে ব্যান্ডটিতে আসে বিরতি।

নতুন ভোকাল এমিলি আমস্ট্রং-কে নিয়ে আবারও মঞ্চে নামতে যাচ্ছে তুমুল জনপ্রিয় এই ব্যান্ড।

বৃহস্পতিবার লিঙ্কিন পার্ক নতুন লাইন-আপ ঘোষণা করা হয়। ভোকালের পাশাপাশি নতুন ড্রামার কলিন ব্রিটেনকে নিয়ে ব্যান্ডটি আগামী ১১ সেপ্টেম্বর থেকে ওয়ার্ল্ড ট্যুর শুরু করবে।

এমিলি আমস্ট্রং জনপ্রিয়তা পেয়েছিলেন আরেক জনপ্রিয় ব্যান্ড ‘ডেড স্যারা’ ভোকাল হিসেবে। লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা আমস্ট্রং ২০০৫ সালে গিটারিস্ট সুজি মেডলের সঙ্গে মিলে গড়ে তোলেন ‘ডেড স্যারা’।

বিলবোর্ডে দেওয়া এক সাক্ষাৎকারে আমস্ট্রং বলেন, লিঙ্কিন পার্কের ২০০০ সালে প্রকাশিত অ্যালবাম ‘হাইব্রিড থিউরি’ তার ওপর বেশ প্রভাব ফেলে।

সাক্ষাৎকারে তিনি বলেন, “ অ্যালবামটি যে বছর প্রকাশ পেলো তখন আমি আমার ব্যান্ড নিয়ে কাজ করছি। অ্যালবামের ‘ওয়ান স্টেপ ক্লোজার’ শুনে মনে হয়েছিল এমন গানই তো করতে চাই!।”

ব্যান্ডে নতুন ভোকাল যোগদানের ঘটনা রক মিউজিকের ইতিহাসে এটিই প্রথম নয়। ফ্রন্টম্যানের মৃত্যুর পর জনপ্রিয় ব্যান্ড ‘অ্যালিস ইন চেইন্স’ এবং ‘সাবলাইম’ একই ঘটনার সাক্ষী।  

আর কিংবদন্তী ব্যান্ড ‘কুইন’ এর ফ্রন্টম্যান ফ্রেডি মার্কারির মৃত্যুর পর, এই সেদিনও তারা অ্যাডাম ল্যামবার্টকে নিয়ে কনসার্টে অংশ নিতেন।

এদিকে লিঙ্কিন পার্ক তাদের নতুন অ্যালবামের নাম ঘোষণা করেছে। ‘ফ্রম জিরো’ নামের এই অ্যালবামটি নভেম্বরে রিলিজ হতে যাচ্ছে ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত