১০ নম্বর জার্সিটা সব দলেই আইকনিক। আর্জেন্টিনায় আরও বেশি। ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি বিশ্বকাপে মহানায়ক হয়েছেন ১০ নম্বর জার্সি পরে খেলে।
চোটের জন্য অবশ্য এই সপ্তাহে হতে যাওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে সুযোগ পাননি মেসি। তাই বলে ১০ নম্বর জার্সিটা তো আর খালি থাকবে না। কেউ না কেউ খেলবেন এই জার্সিটা পরে। প্রশ্ন হচ্ছে কোচ লিওনেল স্কালোনি কাকে দিবেন ১০ নম্বর?
সবশেষ মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর পরে খেলেছিলেন আনহেল কোররেয়া। ২০২৩ সালে বলিভিয়ার বিপক্ষে মেসি না থাকায় ১০ নম্বর পরেছিলেন তিনি। এর আগে ২০২২ সালেও এই জার্সিতে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলেছিলেন কোররেয়া।
এবার অবশ্য ১০ নম্বরের দাবিদার পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, আলেহান্দ্রো গারনাচো ও মাতিয়াস সুলে। তবে চিলির বিপক্ষে স্কালোনি কাকে ১০ নম্বর জার্সিটা দেন, সেটাই দেখার।
মেসি ২০০৯ সালের এপ্রিলে প্রথমবার পরেছিলেন ১০ নম্বর জার্সি। তার অনুপস্থিতিতে এরপর ১০ নম্বর পরে খেলেছেন অনেকে। সবচেয়ে বেশি ৭ বার সের্হিয়ো আগুয়েরো। তাদের তালিকাটা দেখে নেওয়া যাক।
মেসিহীন আর্জেন্টিনায় ১০ নম্বর পরা ফুটবলাররা
(২০০৯ সালের এপ্রিল থেকে)
ফুটবলার ম্যাচ
সের্হিও আগুয়েরো ৭
আনহেল কোররেয়া ৩
এভার বানেগা ২
হেক্টর কেনতেরস ২
আনহেল দি মারিয়া ২
নিকোলাস গাইতান ২
এনসো পেরেস ২
ওয়াল্তার এরভিতি ১
এরিক লামেলা ১
ওয়াল্তার মন্তিলো ১
ম্যাক্সি মোরালেজ ১
হাভিয়ের পাস্তোরে ১
আরিয়েল ওর্তেগা ১
ফেদেরিকো ইনসুয়া ১
লিওনেল ভানজিওনি ১