Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কোপার প্রস্তুতি ম্যাচের দলে মেসি-দি মারিয়া, নেই দিবালা

rrr
[publishpress_authors_box]

ব্রাজিল কোপা আমেরিকার দল ঘোষণা করেছে অনেক আগে। তবে এখনো দল চূড়ান্ত করেনি ফেভারিট আর্জেন্টিনা। সোমবার তারা ২৯ সদস্যের দল ঘোষণা করেছে কোপার আগে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য।

আর্জেন্টিনা ৯ জুন শিকাগোতে খেলবে ইকুয়েডর ও ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়েতেমালার বিপক্ষে। এই দুই ম্যাচের দলে লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা থাকলেও নেই পাউলো দিবালা। কোনও চোট না থাকলেও রোমার এই তারকাকে ডাকেননি কোচ লিওনেল স্কালোনি।

জায়গা হয়নি ফাকুন্দো বোনানোত্তেরও। মার্শেইয়ের সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির অন্তর্ভুক্তি ছিল চমক জাগানিয়া।  এছাড়া ডাক পেয়েছেন তিন তরুণ আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্তিন বারকো ও ভ্যালেন্তিন কারবোনি।

 এই ২৯ জনের দল থেকেই হয়তো চূড়ান্ত ২৬ জন বাছাই করবেন কোচ লিওনেল স্কালোনি।

স্কোয়াড

 গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি।

ডিফেন্ডার: , নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো, গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, ভ্যালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত