Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বছরের শেষ ম্যাচে আর্জেন্টিনার ভেন্যু বদল

বছরের শেষ ম্যাচটা বদলে যাওয়া ভেন্যুতে খেলবেন মেসিরা।
বছরের শেষ ম্যাচটা বদলে যাওয়া ভেন্যুতে খেলবেন মেসিরা।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

২০২৪ সালের শেষ ম্যাচটা আর্জেন্টিনার খেলার কথা ছিল রিভার প্লেটের স্টেডিয়াম মনুমেন্টালে। ১৯ নভেম্বর হতে যাওয়া সেই ম্যাচের ভেন্যু বদলে গেল হঠাৎ। মনুমেন্টালের বদলে আর্জেন্টিনা শেষ ম্যাচটা খেলবে বোকা জুনিয়র্স ক্লাবের মাঠ লা বোমবোনেরায়।

মনুমেন্টালে ৩০ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়নস লিগখ্যাত কোপা লিবারতাদোরেসের। মাঠের প্রস্তুতিতে তাই পাওয়া যাচ্ছে না ভেন্যুটা। বোকা জুনিয়র্স ক্লাবের মাঠ লা বোমবোনেরায় এজন্য সরিয়ে নেওয়া হয়েছে আর্জেন্টিনার ম্যাচ।

এই মাঠে সবশেষ গত বছরের নভেম্বরে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটা তারা হেরে যায় ০-২ গোলে। পেরুর বিপক্ষে এবার নিশ্চয়ই এমন হতাশায় ডুবতে চাইবে না তারা।

লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২২। সমান ম্যাচে কলম্বিয়ার পয়েন্ট ১৯, উরুগুয়ের ১৬ আর ব্রাজিলের ১৬।

মেসির মায়ামির হার

আর্জেন্টিনার হয়ে সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। ক্লাবে ফিরেও করেছেন হ্যাটট্রিক। ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিগস কাপ। তবে এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফের সেমিফাইনালের অপেক্ষা বাড়ল মায়ামির।

শেষ বেলার গোলে হেরে গেছে মায়ামি। ছবি : এক্স

আটলান্টার বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও রবিবার (বাংলাদেশ সময় সকালে) দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে ২-১ গোলে হেরেছে তারা। তিন ম্যাচের প্লে–অফ সিরিজের শেষ ম্যাচটা এখন তাই এখন নকআউট। ১০ নভেম্বরের সেই ম্যাচে যারা জিতবে, সেমিফাইনালের টিকিট পাবে তারাই।

৪০তম মিনিটে গোলকিপার ব্র্যাড গুজানের ভুলে মায়ামিকে এগিয়ে দেন দাভিদ মার্তিনেস। ৫৮ মিনিটে ডেরিক উইলিয়ামসের গোলে সমতা ফেরায় আটলান্টা। এরপর ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে শানজি সিলভার গোলে নাটকীয়ভাবে হারে মেসির দল। ম্যাচে মেসি সেভাবে আলো ছড়াতে না পারায় বিবর্ণই ছিল মায়ামি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত