Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আর্জেন্টিনার ঘরের শত্রু বিভীষণ

messi1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

একেই বলে ঘরের শত্রু বিভীষণ! এ বছর বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষের মাঠে কোনো জয় নেই লিওনেল মেসিদের। আর যে দলগুলোর বিপক্ষে তারা পয়েন্ট হারিয়েছে, সবারই কোচ কিনা আর্জেন্টাইন!

বাংলাদেশ সময় শুক্রবার সকালে এই তালিকায় যোগ হলো প্যারাগুয়ের নাম। শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। বিপক্ষ দলের কোচ আবার আর্জেন্টিনারই গুস্তাভো হুলিও আলভারো।

২০২৪ সালে প্রতিপক্ষের মাঠে বাছাইপর্বে মেসিদের ফল

প্রতিপক্ষফলপ্রতিপক্ষের কোচতারিখ
কলম্বিয়া২-১নেস্তর লরেঞ্জো  ১০ সেপ্টেম্বর
ভেনেজুয়েলা১-১ফের্নান্দো বাতিস্তা  ১০ অক্টোবর
প্যারাগুয়ে২-১হুলিও আলভারো১৪ নভেম্বর

এ বছর বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ছাড়া আর্জেন্টিনা হেরেছে কলম্বিয়ার (২-১) কাছে। সেই দলের কোচ আর্জেন্টাইন নেস্তর গ্যাব্রিয়েল লরেঞ্জো। আর ১-১ গোলে ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে, সেই দলেরও কোচ আর্জেন্টিনার ফের্নান্দো বাতিস্তা।

প্যারাগুয়ের কোচ গুস্তাভো হুলিও আলভারো।

 এছাড়া বাছাইপর্বে মোট তিন হারের একটি ছিল গত বছর উরুগুয়ের বিপক্ষে। সেই উরুগুয়ের কোচও ছিলেন আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা।

প্যারাগুয়ের বিপক্ষে ৭৬.৮ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার। বলের দখল রেখে খেললেই যে জেতা যায় না, সেটা তুখোড় ট্যাকটিক্সে লিওনেল স্কালোনির দলকে বুঝিয়েছেন গুস্তাভো হুলিও আলভারো। পোস্টে নেওয়া শটের কেবল একটিই লক্ষ্যে ছিল আর্জেন্টিনার।

সানাব্রিয়ার বাইসাইকেল কিকে গোল। ছবি : এক্স

অথচ পোস্টে ৮টি শট নিয়ে প্যারাগুয়ে লক্ষ্যে রেখেছিল দুটি, গোলও হয়েছে দুটিই। এর একটি ১৯ মিনিটে বাইসাইকেল কিকে আন্তোনিও সানাব্রিয়ার। গত বছর মনুমেন্টাল স্টেডিয়ামে এই সানাব্রিয়ার বিপক্ষে অভিযোগ উঠেছিল লিওনেল মেসির দিকে থুথু ছিটানোর! তবে অভিযোগটা অস্বীকার করেছিলেন তিনি।

 মেসিও গুরুত্ব দিতে চাননি সানাব্রিয়াকে। তবে বাইসাইকেল কিকে তিনি যে দৃষ্টিনন্দন গোলটা করলেন তাতে তাকে গুরুত্ব না দিয়ে উপায় নেই।

বার্সেলোনার একাডেমিতে মেসির সঙ্গে সানাব্রিয়া।

একটা সময় বার্সেলোনার একাডেমিতেই খেলতেন সানাব্রিয়া। মেসির দিকে থুথু ছিটানোর অভিযোগ ওঠার পর লা মাসিয়ার দিনগুলোয় প্রিয় তারকাটির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের বার্সার মূল দলে খেলার সুযোগ অবশ্য হয়নি। সাসুলো, রোমা হয়ে তিনি খেলেন এখন তোরিনোয়।

ওমর আলদেরেতের দারুণ হেডে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিকে ফাউল করার অপরাধে তার দ্বিতীয় হলুদ কার্ডের (লাল কার্ড) দাবি জানিয়েছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোকে বিরতির সময়ই আঙুল উঁচিয়ে শাসিয়েছিলেন মেসি।

সংবাদ সম্মেলনে সরাসরি নাম না করে রেফারিকে কাঠগড়ায় তুলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘‘অনেক কিছুই বলতে পারি তবে তা অর্থহীন ও অজুহাত মনে হবে। এসব না বলাই ভালো। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত