Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ে নেই মেসি

m1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন লিওনেল মেসি।  অ্যাঙ্কেলে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠেননি এখনও। তাই মেসিকে ছাড়াই  আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে খেলেবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাটিতে খেলবে বাছাইপর্বে নিজেদের অষ্টম ম্যাচটি। কনমেবল অঞ্চলে ৬ ম্যাচ শেষে আর্জেন্টিনা ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।  সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে।

আর্জেন্টিনার ২৮ সদস্যের দলে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজরা। নতুন মুখ দুজন—ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন লাৎসিওতে। ২১ বছর বয়সী ফরোয়ার্ড সুলে যোগ দিয়েছেন রোমায়।

আর্জেন্টিনার দল

 গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো ; ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো ; মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল ; ফরোয়ার্ড: ভালেন্তিন কাস্তেয়ানোস, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, গিলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত