ইনজুরিতে লিওনেল মেসি, এলোমেলো ইন্টার মায়ামিও। আর্জেন্টাইন কিংবদন্তির ঝলকে গত বছর লিগস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মায়ামি। মেসি করেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ ১০ গোল। সেই মেসি কোপার ফাইনালের পর থেকে মাঠের বাইরে। এরই দাম দিল মায়ামি।
আজ সকালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত লিগস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তারা। মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে জিতেছে ৩-২ গোলে।
মেসি না থাকলেও একটা সময় ২-০ গোলে এগিয়ে ঝিল মায়ামি। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাস ১০ম মিনিটে এগিয়ে দেন দলকে। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ। ৬৭ থেকে ৬৯- এই তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতা ফেরায় কলম্বাস।
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান রামিরেজ ৬৭ মিনিটে এক গোল ফেরানোর পর ৬৯ মিনিটে সমতা আনেন উরুগুয়ের দিয়েগো রসি। ৮০ মিনিটে রসির দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানের জয়ে মায়ামির বুক ভাঙে কলম্বাস।