আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বাহিয়া ব্লাঙ্কায় চলছে প্রাণঘাতী বন্যা। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর জানা গেছে।
হঠাৎ এই বন্যায় অসংখ্য সেতু ও রাস্তাঘাট ভেঙে গেছে। অসংখ্য মানুষ বাধ্য হয়েছেন বাড়িঘর ছাড়তে। শহরের অধিকাংশ এলাকা এখন বিদ্যুৎহীন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কমপক্ষে ১,২০০ মানুষকে।
আর্জেন্টিনায় না থাকলেও বাহিয়া ব্লাঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন লিওনেল মেসি। দেশের মানুষের এই বিপন্ন সময়ে হৃদয় কাঁদছে তার। নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি।’’
বাহিয়া ব্লাঙ্কায় পরশু ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এটা বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ। প্রচণ্ড স্রোতে গাড়ি ভেসে যাওয়ার ঘটনা দেখা গেছে ভিডিও ফুটেজে।
এসব দেখে আবেগপ্রবণ মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেই সব পরিবারের জন্য আমার সমবেদনা রইল। কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে, আমার চাওয়া সেটাই।’’