Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

কানাডার ৫০ হাজার দর্শককে হতাশ করলেন মেসি!

মেসি-৭০
[publishpress_authors_box]

লিওনেল মেসি খেলতে আসছেন- কানাডার ফুটবলপ্রেমীদের অপেক্ষা যেন শেষ হচ্ছিল। আশায় দিন গুনছিলেন কবে চোখের সামনে মেসি-ম্যাজিক উপভোগ করবেন। কিন্তু কানাডার দর্শকদের আশায় গুড়ে বালি! ইন্টার মায়ামির হয়ে মেসি কানাডায় খেলতে যাবেন না বলে জানিয়েছেন কানাডিয়ান ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপসের প্রধান নির্বাহী অ্যালেক্স শুস্টার।

বাংলাদেশ সময় রবিবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও ভ্যানকুভার। কানাডার ক্লাব তাদের মাঠে আতিথ্য দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে। মায়ামির হয়ে খেলতে মেসি আসবেন, এই আশায় টিকিট কেটেছেন ৫০ হাজার দর্শক। কিন্তু ভ্যানকুভার থেকে জানানো হয়েছে, মেসির খেলা দেখার আশা যেন ছেড়ে দেন দর্শকেরা!

শুধু মেসি নন, ভ্যানকুভারের মাঠে খেলতে যাবেন না লুইস সুয়ারেস ও সের্হিয়ো বুশকেটসও। তাহলে কি চোট সংক্রান্ত সমস্যা তাদের? মায়ামির একটি সূত্র থেকে ইএসপিএন জানতে পেরেছে, বার্সেলোনার সাবেক তিন তারকা ফুটবলারের চোটজাতীয় কোনও সমস্যা নেই।

ইন্টার মায়ামি থেকে তাদের না খেলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। তবে ভ্যানকুভার থেকে জানানো হয়েছে, মেসি খেলবেন না এই ম্যাচে।

এক বিবৃতিতে দলটির প্রধান নির্বাহী শুস্টার বলেছেন, “আমরা এখনও লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও সের্হিয়ো বুশকেটসের না আসার ব্যাপারে আনুষ্ঠানিক খবর পাইনি। তবে আমরা জানতে পেরেছি, তারা আসবে না। দুর্ভাগ্যবশত, প্রতিপক্ষ দলে কারা খেলবে, সেটা ঠিক করে দেওয়ার ক্ষমতা আমাদের নেই।”

মেজর লিগ সকারে দর্শকের নতুন রেকর্ড হতে যাচ্ছে ভ্যানকুভারের মাঠ বিসি প্যালেসে। ৫০ হাজার দর্শক টিকিট কেটেছেন। তবে মেসিকে দেখার স্বপ্ন হয়তো পূরণ হচ্ছে না তাদের। শুস্টার বলেছেন, “আমরা সবসময় চাই আমাদের প্রতিপক্ষ তাদের সেরা খেলোয়াড় নিয়ে মাঠে নামুক। আমি জানি, এটা আমাদের সমর্থকদের জন্য চরম হতাশার।”

ইএসপিএন জানিয়েছে, মেসি না আসায় দর্শকদের ক্ষতি অন্যভাবে পুষিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ভ্যানকুভার। স্টেডিয়ামের সব খাবার ও পানীয়তে ৫০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে দর্শকদের জন্য।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত