কোপা আমেরিকার ফাইনালের পর থেকেই মাঠের বাইরে লিওনেল মেসি। তিনি কবে ফিরবেন নিশ্চিত নয় এখনও। তবে চোট সারিয়ে ইন্টার মায়ামিতে একা অনুশীলন শুরু করেছেন মেসি। মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ভোরে) চ্যাম্পিয়নস লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে তার না থাকাটা নিশ্চিত করেছেন মায়ামি কোচ তাতা মার্তিনো।
মেসি আসলে কবে খেলায় ফিরবেন জানা নেই মার্তিনোরও। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘‘প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছে মেসির তবে ঠিক কোন তারিখ থেকে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে সেটা ঠিক হয়নি। এখনও আলাদাভাবে কাজ করে চলেছে সে।’’
মেসির সঙ্গে ইনজুরিতে আছেন দলের আরও কজন খেলোয়াড়। সেরা দলটা না পাওয়ায় ভুগছে ইন্টার মায়ামিও। মার্তিনোর আশা দ্রুত সবাইকে ফিরে পেয়ে সেরাটা উপহার দিতে পারবে তার দল, ‘‘মেসির না থাকাটা নানাভাবে প্রভাব ফেলেছে আমাদের উপর। একই সময়ে চোটের জন্য নেই আরও কজন। তবে শুধু ওর না থাকাটাই বড় প্রভাব ফেলে। সবাই ফিরলে আশা করছি প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফুটবল খেলতে পারব আমরা। এখন লক্ষ্য হচ্ছে মেসিকে নিয়ে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা।’’
মার্তিনো মেসির ফেরার তারিখ না জানালেও ধারণা করা হচ্ছে এই মাসের শেষ দিকে মাঠে ফিরবেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।