Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

অস্ত্রোপচার লাগবে না মেসির,ক্ষমা চাইলেন ফার্নান্দেজ

er5
[publishpress_authors_box]

কোপা আমেরিকা জিতে দেশে ফিরেননি মেসি। ইনজুরির জন্য রয়ে গেছেন মায়ামিতেই। ভক্তদের সুখবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘‘আমি এখন ভাল আছি, ঈশ্বরের আশীর্বাদ আছে। আশা করছি, দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরব। মাঠে থাকতেই আমি সবচেয়ে বেশি ভালবাসি। সেখানে ফিরতে পারলেই স্বস্তি অনুভব করি।’’

তাহলে কবে ফিরছেন মেসি? ডান পায়ের অ্যাঙ্কেলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে মেসির। মাঠের বাইরে থাকতে হবে অনির্দিষ্ট সময়ের জন্য। এর মাঝেও সুখবর হচ্ছে অস্ত্রোপচার করাতে হবে না তাকে।

মায়ামি বিবৃতিতে জানিয়েছে, ‘‘‘লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছে। অধিনায়ককে কবে পাওয়া যাবে, নির্ভর করছে তার ধারাবাহিক সেরে ওঠা আর এগুলোর মূল্যায়নের ওপর।’’ অস্ত্রোপচার না লাগলেও মেসির মাঠে ফিরতে যে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, সেটাই বুঝিয়েছে মায়ামি।

কোপার ফাইনালে চোটের জন্য মাঠ ছেড়ে অঝোরে কেঁদেছিলেন মেসি। এ নিয়ে কোচ লিওনেল স্কালোনি জানালেন, ‘‘অন্যদের মতো মেসিও ট্রফি জিততে চেয়েছিল। ইতিহাসের সেরা ফুটবলার ও। গোড়ালিতে চোট পাওয়ার পরেও মাঠ ছাড়তে চায়নি। নিজের স্বার্থের জন্য নয়। মেসির মাঠে থাকার একটা আলাদা অর্থ রয়েছে। মাঠে থাকার জন্যই ওর জন্ম হয়েছে। তা করতে না পারায় ভেঙে পড়েছিল।’’

এদিকে কোপা জয়ের উদযাপনে বর্ণবাদী গান গাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে আর্জেন্টিনাকে নিয়ে। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা।

মেসির সঙ্গে ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এনজো ফার্নান্দেজের ভিডিওতে দেখা গেছে তিনিসহ অন্যরা সেই গানটিই গাইছেন! এ সময় একজন দ্রুত ভিডিও বন্ধ করতে বলেন ফার্নান্দেজকে। তবে এটা ভাইরাল হওয়ায় ফ্রান্স ফুটবল ফেডারেশন ফিফায় অভিযোগ জানাবে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

এ নিয়ে অবশ্য ইনস্টাগ্রামে ক্ষমা চাইলেন ফার্নান্দেজ, ‘‘জাতীয় দলের উদযাপনে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করায় আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। গানটিতে অপমানজনক ভাষা আছে যা ব্যবহারের কোনো অজুহাত নেই। আমি সব ধরনের বৈষম্যের বিপক্ষে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত