Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মেসি না থাকায় মায়ামির জয়রথ থামল

অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। ছবি: টুইটার
অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। ছবি: টুইটার
[publishpress_authors_box]

টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছিল ইন্টার মায়ামি। তবে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি না থাকায় সেই জয়রথে বাধা পড়ল। মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে মায়ামি।

এমএলএসের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মায়ামি। টানা যে পাঁচ ম্যাচ জিতেছে, সেগুলোর প্রত্যেকটিতে মাঠে ছিলেন মেসি। কিন্তু চোটের কারণে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনি না থাকায় জিততে পারেনি মায়ামি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে জেরার্দো মার্তিনোর দলকে।

আর্জেন্টাইন এই কোচ জানিয়েছেন, গত শনিবারের ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। যদিও চোট খুব একটা গুরুতর নয়, তারপরও দলের সেরা খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি।

ম্যাচ শেষে মার্তিনো বলেছেন, “এই সপ্তাহে তিনটা ম্যাচ খেলা এবং এখনও ব্যথা থাকায় আমাদের মনে হয়েছে তার (মেসি) না খেলাটাই ভালো। সে অনুশীলন করেছে, তবে আমরা ঝুঁকি নিতে চাইনি।”

মেসি না থাকলেও খেলেছেন লুইস সুয়ারেস। আগের ম্যাচে গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা আসনে বসা এই উরুগুইয়ান স্ট্রাইকার সুযোগও তৈরি করেছেন বেশ কয়েকটি। তবে সেগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারেননি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত