অবশেষে চোট কাটিয়ে ফিরলেন লিওনেল মেসি। বিবর্ণ হয়ে পড়া ইন্টার মায়ামিও ফিরল ছন্দে। মেসি ফিরেই গোল করেছেন, রেখেছেন গোলে অবদান। তবে শেষ পর্যন্ত জেতাতে পারেননি দলকে।
আজ (বাংলাদেশ সময় রবিবার সকাল )মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে ২-২ সমতায় মাঠ ছাড়ে মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে মায়ামি।
ফেরার ম্যাচে নতুন মাইলফলকও গড়েছেন মেসি। টানা ১৭ বছর ২০ বা বেশি গোল করলেন তিনি। ফুটবল ইতিহাসে এই নজির নেই আর কারও। বয়স যখন ২০, তখন থেকে করে চলেছেন প্রতি বছরে ২০টি করে গোল! এই ৩৬ বছর বয়সেও ধরে রাখলেন রেকর্ডটা।
🚨 BREAKING: Lionel Messi has now scored 20+ goals consecutively for the last 17 years of his life 🤯🐐
— ACE (fan) (@FCB_ACEE) April 7, 2024
✅ 20
✅ 21
✅ 22
✅ 23
✅ 24
✅ 25
✅ 26
✅ 27
✅ 28
✅ 29
✅ 30
✅ 31
✅ 32
✅ 33
✅ 34
✅ 35
✅ 36
First person ever to do this in football history 🇦🇷 pic.twitter.com/g2OFgWlazD
কলোরাডোর বিপক্ষে অন্তত ১০ মিনিটের জন্য মেসিকে চেয়েছিল মায়ামি। তবে চার ম্যাচ পর ফেরা মেসি খেলেছেন ৪৫ মিনিট। ৫৭ মিনিটে গোল করে দলকে সমতাতেও ফেরান মেসি।
আর্জেন্টাইন ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগ্রির নিচু ক্রস বক্সের একটু ভেতর থেকে বল না ধরেই বাম পায়ের নিখুঁত শট নেন মেসি। পোস্টে লেগে বল জড়ায় জালে। ৩ মিনিট পর এগিয়েও যায় মায়ামি।
LIONEL MESSI GOAL, THIS IS HOW YOU DO ITTTT🔥
— 𝐌𝐀𝐋𝐈𝐊 (@TheMahleek) April 7, 2024
pic.twitter.com/JnebBTgfK6
মেসির তৈরি করা আক্রমণ থেকে ডেভিড রুইজের পাস থেকে গোল করেন লিওনার্দো আফোনসো। এরপর আক্রমণের গতি বাড়িয়েও আর গোলের দেখা পায়নি মায়ামি। উল্টো শেষ মুহূর্তে কলোরাডোর কোল বাসেতের গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে দুই দল।