সবশেষ ২ মার্চ মেজর লিগ সকারের কোন ম্যাচে শুরুর একাদশে ছিলেন লিওনেল মেসি। চোট কাটিয়ে আজ (রবিবার) প্রথমবার একাদশে খেললেন কানসাস সিটির বিপক্ষে। মেসিকে দেখতে কানসাসারে মাঠে এসেছিলেন রেকর্ড ৭২ হাজার ৬১০ জন দর্শক।
মিসৌরি রাজ্যের কোন ফুটবল ম্যাচে এর চেয়ে বেশি দর্শক একসঙ্গে খেলা দেখেননি স্টেডিয়ামে। এমএলএসের ইতিহাসেও এটা চতুর্থ সেরা দর্শকের রেকর্ড। এমন ম্যাচে জাদু না দেখালে চলে! মোসি ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট শটে করেছেন এক গোল। ফ্রিকিক থেকে অল্পের জন্য গোল মিস করেছেন একটি।
তবে মেসি অ্যাসিস্ট করেছেন ১টি। বক্সের অনেক বাইরে থেকে ১৮ মিনিটে তার দারুণ এক পাসে গোল করেছিলেন দিয়েগো গোমেজ। তাতে ৩-২ গোলে জিতল ইন্টার মায়ামি। টানা ৫ ম্যাচে জয়বঞ্চিত থাকার পর এটাই প্রথম জয় তাদের।
Another angle of Lionel Messi's brilliant goal in slow motion 🇦🇷💫pic.twitter.com/9UOwNdBWoQ
— Stop That Messi (@stopthatmessiii) April 14, 2024
এরিক টমির গোলে ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল কানসাস সিটি। ১৮ মিনিটে সমতা ফেরান গোমেজ। ৫১ মিনিটে মেসির সেই জাদুকরী গোলে এগিয়ে যায় মায়ামি। ডেভিড রুইজের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে আগুনে শটে লক্ষ্যভেদ করেন তিনি। এটা এমএলএসের চলতি মৌসুমে মেসির পঞ্চম গোল।
৫৮ মিনিটে দ্বিতীয় গোল করে কানসাসকে সমতায় ফেরান এরিক টমি। ৭১ মিনিটে লুইস সুয়ারেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।