Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

মেসির হ্যাটট্রিকে নতুন ইতিহাস মায়ামির

m1
[publishpress_authors_box]

১৫ অক্টোবর :  আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্ট।

১৭ অক্টোবর : মার্কা দেয় সর্বকালের সেরার পুরস্কার।

১৯ অক্টোবর : মায়ামির হয়ে হ্যাটট্রিক, পয়েন্টের রেকর্ড দলের।

স্মরণীয় একটা সপ্তাহই কাটালেন লিওনেল মেসি। পাঁচ দিনের ব্যবধানে মনিমুক্তায় সাজানো ক্যারিয়ারের মুকুটে যোগ করলেন কয়েকটা পালক।

গত ১৫ অক্টোবর আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্ট করেছিলেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে। দুই দিন পর স্প্যানিশ দৈনিক মার্কা দেয় সর্বকালের সেরার পুরস্কার।

১৯ অক্টোবর মায়ামির হয়ে আবারও করলেন হ্যাটট্রিক, সঙ্গে একটা অ্যাসিস্ট। মেজর লিগ সকারের (এমএলএস) নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির দল ইন্টার মায়ামি পেল ৬-২ গোলের জয়।

এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও হয়েছে তাতে। ৭৩ পয়েন্ট নিয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ড দলেরই, যেটা তারা গড়েছিল ২০২১ সালে। সেই দলকে হারিয়েই এবার মেসির মায়ামি পেল ৭৪ পয়েন্ট।

লিওনেল মেসি যোগ দেওয়ার আগে এমএলএসে ২৯ দলের মধ্যে ২৯তম হয়েছিল মায়ামি। মেসি আসার পর দেড় বছরের মাথায় তারা প্লে-অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করেছিল আগেই! আজ (রবিবার) গড়ল এক মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার রেকর্ডও। একেই বলে জাদুকরের ছোঁয়ায় বদলে যাওয়া।

এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে শেষ ম্যাচ থেকে লিওনেল মেসির মায়ামির প্রয়োজন ছিল ২ পয়েন্ট। যার মানে, রেকর্ড ছুঁতে ম্যাচটি জিততেই হবে। সেই কাজটাই অনায়াসে করল তারা।

বিরতির আগে লুইস সুয়ারেসের জোড়া গোলে মায়ামি এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। ৫৮ মিনিটে বদলি হয়ে নামার কয়েক সেকেন্ড পরই মেসির অ্যাসিস্টে ব্যবধান ৩-০ করেন বেনজামিন ক্রেমাসচি।

এরপর ৭৮, ৮১ ও ৮৯ মিনিটে গোল করে হ্যাট্রট্রিক পূরণ করেন মেসি।

মেসি ও সুয়ারেস মৌসুমটা শেষ করলেন সমান ২০ গোল করে। মেসির অ্যাসিস্টও আছে ১৬টি! সুয়ারেসের অ্যাসিস্ট ৯টি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত