লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর ছন্নছাড়া হয়ে পড়েছিল বার্সেলোনা। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে তারা। জাভি এর্নান্দেসের পর হান্সি ফ্লিক কোচ হয়ে তরুণদের নিয়ে আরও ক্ষুরধার করেছেন দলকে।
এবারের লা লিগায় ১৩ ম্যাচের ১১টিই জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে জিতেছে তিনটি। লামিনে ইয়ামাল, পেদ্রিদের এমন ফুটবলে ‘টিভি৩’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মুগ্ধতাই জানালেন মেসি, ‘‘বার্সেলোনার এই দলটা অসধারণ খেলছে, এতে অবশ্য বিস্মিত নই আমি। এটা নতুন কিছু না, সবসময়ই হয়ে আসছে অথবা অন্তত আমি যখন ১৩ বছর বয়সে ক্লাবে আসি তখন থেকে হচ্ছে।’’
মেসি আরও যোগ করেন, ‘‘এই ছেলেদের (লা মাসাইয়ার) গত দুই বছর ধরে সুযোগ দেওয়াটা অসাধারণ। আপনি যখন তাদের ওপর আত্মবিশ্বাস দেখাবেন, তখন এভাবেই তারা প্রতিদান দিবে। ছোট থেকেই এভাবে খেলে অভ্যস্ত ওরা। তাই ওদের সুযোগ দিলে এমন কিছুই হবে যা হয়ে আসছে আমাদের সময় থেকে।’’
স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়া জানিয়েছে, বার্সেলোনা ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। ২৯ নভেম্বর হবে বর্ষপূর্তির অনুষ্ঠানে আবারও প্রিয় ন্যুক্যাম্পে আসবেন এই কিংবদন্তি।
এদিকে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তাতা মার্তিনো। তার জায়গায় শোনা গিয়েছিল জাভি এর্নান্দেসের নাম। তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে মায়ামির কোচ হতে যাচ্ছেন মেসির বন্ধু ও আর্জেন্টিনার সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো।
বার্সেলোনায় আট মৌসুমের ক্যারিয়ারে মাসচেরানো খেলেছেন মেসি, সুয়ারেস, আলবাদের সঙ্গে। এবার মায়ামিতে তাদেরই কোচ হতে চলেছেন এতদিন আর্জেন্টিনার যুব দলের দায়িত্বে থাকা মাসচেরানো। তবে মায়ামি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এখনও।