Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

চার গোলে মেসির ৫ তালি, পারেদেসের তিন শিরোপার ‘গালি’

রোাদ্রিগোকে জবাব দিচ্ছেন পারেদেস।
রোাদ্রিগোকে জবাব দিচ্ছেন পারেদেস।
[publishpress_authors_box]

আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেব! ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওর সঙ্গে আলাপচারিতায় এমন হুঙ্কার ছেড়েছিলেন রাফিনিয়া। আর্জেন্টিনার সমর্থকরা তো বটেই খেলোয়াড়রাও ভালোভাবে নেননি এটা। এর প্রভাব পড়েছে মনুমেন্তালের ম্যাচে। রাফিনিয়ার নাম মাইকে ঘোষণা হতেই দুয়ো দিচ্ছিলেন দর্শকরা।

বিরতির কিছুক্ষণ আগে তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন রাফিনিয়া। আর্জেন্টিনার মতো ব্রাজিলের খেলোয়াড়েরাও উত্তেজিত হয়ে উঠেন তখন। উত্তেজনা ছড়িয়েছে গ্যালারিতেও।

পারেদেসকে তখন রোদ্রিগো বলছিলেন, ‘‘তুমি খুব বাজে’’। জবাবে পারদেস শোনান তার তিন শিরোপা জয়ের গল্প! বলছিলেন, ‘‘আমি একটি বিশ্বকাপ আর দুটি কোপা জিতেছি। তুমি কিছুই জিততে পারনি ব্রাজিলের হয়ে।’’

চোটের জন্য ম্যাচটা খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ম্যাচ থেকে চোখ সরাননি একটি পলকও। আর্জেন্টিনা ৪ গোল দেওয়ায় দলকে অভিনন্দন জানিয়েছেন ইনস্টাগ্রামে।

সেখানে মাঠের একটি ছবি পোস্ট করে দিয়েছেন ৫টি তালির ইমোজি। এমন জয়ে অধিনায়ক হিসেবে দূরে থাকলেও সতীর্থদের প্রাণভরা অভিনন্দন জানাতে দেরী করেননি মেসি।

রাফিনিয়া ম্যাচের আগে আগুন জ্বালালেও এটা বড় করে দেখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বললেন, ‘‘আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি কাউকে আঘাত দেওয়ার জন্য এটা করেনি ও। সে তার দেশকে এগিয়ে রেখেছে, এই তো।’’

বার্সেলোনায় দারুণ ছন্দে থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে বিবর্ণ ছিলেন রাফিনিয়া। লক্ষ্যে কোন শট ছিল না তার। কোন ড্রিবল করতে পারেননি, একটি ক্রসও ফেলতে পারেননি সতীর্থদের জন্য। উল্টো হলুদ কার্ড দেখেছেন একটি। এজন্যই কিনা ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের সঙ্গে উদযাপনে মাতার সময় অবধারিতভাবে চলে আসে রাফিনিয়ার প্রসঙ্গ!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত