Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ক্রিকেটারদের নির্বাচনে যাওয়ার সংস্কার চান লিপু

লিপু ভাই
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সরকার পতন হয়েছে। এরপর থেকে দেশের সর্বত্রই অনিয়ম-বিশৃঙ্খলার ওপর সংস্কারের হাওয়া লেগেছে। এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেটেও দেখতে চান গাজী আশরাফ হোসেন লিপু।

বাংলাদেশ ক্রিকেটারদের অবসরের আগে রাজনীতিতে যোগ দেওয়ার সংস্কার চাইলেন তিনি। অবসর নেয়া ক্রিকেটারদের বিষয় আলাদা তবে বর্তমানে খেলার মধ্যে থাকা ক্রিকেটাররা যেন অন্য কিছু না ভাবেন সেই পরামর্শ সাবেক বাংলাদেশ অধিনায়কের।

গত বিপিএলের সময় ক্রিকেটে পুরোপুরি মনোনিবেশ করতে পারেননি সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে যেতে হয়েছিল মাগুরা। সেখানে একটি বিদ্যালয়ে মাগুরা ১ আসরের সংসদ সদস্য হিসেবে আমন্ত্রিত ছিলেন। আবার টুর্নামেন্টের শেষদিকে সংসদ শুরু হয়ে যায়। তখন মাশরাফি বিন মর্তুজা সংসদে যোগ দিলেও সাকিব অবশ্য রংপুর রাইডার্সের সঙ্গেই ছিলেন।

সোমবার প্রধান নির্বাচক ক্রিকেটারদের খেলার প্রতি নিবেদিত হতে বলেছেন, “একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট ফেডারেশন থেকে। যেমন আজকে যদি খেলাও থাকে আবার যদি রাজনৈতিক কর্মকান্ডও থাকে আপনি কোনটাকে প্রয়োরিটি দিবেন। খেলোয়াড়কেও সেরকম চিন্তা করা দরকার তার গুরুত্ব কোথায় দেওয়া প্রয়োজন।”

লিপু আরও যোগ করেন, “আপনার পেছনে যদি একটা বোর্ডের সেরকম বিনিয়োগ থাকে তখন আপনি জাতীয় সম্পদ। আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। খেলোয়াড় হিসেবে আপনার দেশকে আরও কিছু দেওয়ার সুযোগ আছে। যদি এমন হয় অবসর নিয়ে এসেছেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার।”

এ ব্যাপারে শুধু খেলোয়াড়দেরই সতর্ক না, রাজনৈতিক দলগুলোকেও সতর্ক থাকার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচক, “সংস্কার দুই জায়গাতেই হতে হবে একটা খেলোয়াড়ের দিক থেকে যেমন তেমনি রাজনৈতিক দলগুলোর কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলে টেনে নেওয়া? শুধু প্লেয়ারদের দোষ দিলে হবে না, আপনাদের রাজনৈতিক দলগুলোকেও দোষ দিতে হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত