Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

লিটনের হাতে ব্যাট নয় যেন তরবারি

Liton
[publishpress_authors_box]

খুঁজে-খুঁজে এমন দিনটাই বেছে নিলেন লিটন দাস! চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে রবিবার বাদ দেওয়া হলো তাকে। সকালের এই সংবাদ লিটনের মনে আগুন ধরিয়ে দিয়েছিল। তাই সন্ধ্যায় ব্যাট হাতে নেমে সেই আগুনের স্ফুলিঙ্গ সিলেট স্টেডিয়ামের চারিদিকে ছড়িয়ে দিলেন।

বিধ্বংসী রূপে লিটনের আবির্ভাব হলো ব্যাট হাতে। সিলেটের এই মাঠে ওয়ানডে ক্যারিয়ারে নিজের সেরা ১৫৪ রান করেছিলেন। সেই রকম একটি দিন ফিরিয়ে এনে কীর্তির রেকর্ডে ভাসলেন। করলেন বিপিএলে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি।

লিটনের সঙ্গে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিমও। দুজনের রেকর্ড ২৪১ রানের জুটিতে দুরন্ত রাজশাহীর বিপক্ষে নির্ধারিত ওভারে ১ উইকেটে ২৫৪ রান তুলেছে ঢাকা ক্যাপিটালস।

ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও পেয়েছেন লিটন। দল থেকে বাদ পড়ার ক্ষোভ মেটালেন ব্যাট হাতে। ৫৫ বলে অবিশ্বাস্য বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকলেন। ২২৭.২৭ স্ট্রাইক রেটে করেছেন ১২৫। ৯টি ছক্কা ও ১০টি চার ছিল ইনিংসে।

বিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি উপহার দিলেন লিটন। মাত্র ৪৪ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন। সমান সংখ্যক বলে ২০১২ সালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। লিটন দেশিদের মধ্যে নবম ব্যাটার হিসেবে বিপিএল সেঞ্চুরি পেলেন।   

লিটনের এমন দিনে হাতে হাত রেখেছেন তানজিদ তামিমও। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন এই তরুণ। ঢাকার ব্যাটিং তাণ্ডবের দাপট বাড়িয়ে ৬৪ বলে ৬ চার ও ৮ ছক্কার তার রান ১০৮। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুটো সেঞ্চুরি পেলেন বিপিএলে।

দুই ওপেনারের ব্যাটে বিপিএলের সর্বোচ্চ দলীয় স্কোর হয়েছে রবিবার। এই টুর্নামেন্টের আগের সর্বোচ্চ স্কোর ছিল রংপুরের ২৩৯ রান। তা ছাড়িয়ে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেল ঢাকা। এছাড়া লিটন-তামিম জুটিরও রেকর্ড হয়েছে। তাদের ২৪১ রান ছাড়িয়ে গেছে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের ২০১ রান।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত