Beta
রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

‘লিটন মানসিকভাবে অস্বস্তিতে আছে’

দদ১

সিরিজ চলার মাঝপথেই বাদ পড়েছেন লিটন দাস। ছন্দ হারানোয় টিম ম্যানেজমেন্টের আস্থাও হারিয়েছেন টানা দুই ওয়ানডেতে কোন রান না করে ফেরা এই ওপেনার। চট্টগ্রাম থেকে ফিরে প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে প্রথম ম্যাচে ৫ রানে আউট হয়েছেন তিনি।

লিটনের এই অফফর্ম নিয়ে আবাহনীর প্রধান কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে জানালেন, ‘‘লিটনকে একটু বেশিই ক্লান্ত মনে হচ্ছে আমার কাছে। হঠাৎ করে গতকাল এসেছে, তখনই জানতে পেরেছে ওর খেলতে হবে। মানসিকভাবেও অতটা প্রস্তুত ছিল না। আমিও তাকে তিনে ব্যাটিং করিয়েছি।’’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মাঝপথে বাদ পড়েছেন লিটন।

শুধু ৫ রানে আউট হওয়াটা ব্যর্থতা নয় লিটনের। সেই বিশ্বকাপের পর থেকে কোন ফিফটি নেই তার। হঠাৎ কি হলো লিটনের?

 শৈশব থেকে তাকে চেনা সুজনের মনে হচ্ছে, ‘‘লিটন মানসিকভাবে হয়তবা একটু অস্বস্তিতে আছে। যেহেতু সে (লিটন) রান করতে পারেনি, এটা নিয়ে হয়তবা…. । তবে আমি ওকে খুব ছোট থেকে চিনি। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে প্রথম ওকে পেয়েছিলাম। তারপর থেকে ওকে যতটুকু জানি…. স্বাভাবিক পারফর্ম না করতে পারলে মন একটু খারাপ থাকে, চাপ থাকে। তবে এই খেলাগুলো মনে হয় না ওর জন্য চাপের ছিল। তারপরও হয়তবা মাথা কাজ করে না অনেক সময়।’’

এর আগে তৃতীয় ওয়ানডে শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিহে লিটনকে নিয়ে বলেছিলেন, ‘‘লিটনের অভিজ্ঞতা সব সময়ই মূল্যবান। আপনি জানেন না এ ধরনের খেলোয়াড় কখন এসে ম্যাচ জেতানো ইনিংস খেলে ফেলে। তবে ও কিছুটা ছন্দ হারিয়েছে। এজন্য আমরা তার থেকে দুর্ভাগ্যজনকভাবে সরে এসেছি।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist