ঝড়ই তুলেছিলেন লিটন দাস। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর ৫৫ বলে খেলেছিলেন ১২৫ রানের ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে এই ইনিংসেই পিএসএলের ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়িয়েছিলেন লিটন। আজ (রবিবার) ড্রাফটে তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরির রাউন্ড টুতে লিটনকে দলে টেনেছে করাচি।
সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনের করাচি আরও কিনেছে ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনে, খুশদিল শাহদের।
দল পেয়েছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেনও। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এর আগে বিগ ব্যাশে দল পেলেও সেখানে খেলতে যাননি রিশাদ। তবে পিএসএল খেলবেন নিশ্চিতভাবে।
পিএসএলে দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। রিশাদের লেগ স্পিন আর শেষ দিকে মারকুটে ব্যাটিং শক্তি বাড়াবে তাদের। সিলভার ক্যাটাগরির রাউন্ড থ্রিতে তাকে দলে টেনেছে লাহোর।
সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে নিয়েছে লাহোর। তারা আরও কিনেছে নিউজিল্যান্ডের ডেরিল মিচেল, শ্রীলঙ্কার কুশল পেরেরা, পাকিস্তানের আসিফ আফ্রিদিদের।
পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে নাম ছিল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। তবে প্রথম ডাকে দল পাননি বাংলাদেশের দুই তারকা।