Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সাকিবের উঁচু মাথা দেখতে চান লিটন, সমর্থন এবাদতের

সাকিবের সঙ্গে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন লিটন দাস।
সাকিবের সঙ্গে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন লিটন দাস।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

 ‘খুনের মামলায়’ সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ দেখতে চান না জাতীয় দলের সতীর্থরা। মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা আগেই সমর্থন জানিয়েছিলেন সাকিবকে। এবার তার পাশে দাঁড়ালেন লিটন দাস ও এবাদত হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিটন দাস লিখেছেন, ‘‘সাকিব আল হাসান, আমার কাছে যিনি একজন পারফেক্ট টিমম্যান। সতীর্থ হিসেবে তার সাথে ড্রেসিংরুম ভাগ করা আমার ক্যারিয়ারের অন্যতম পাওনা। ক্রিকেটে যেকোনো জিজ্ঞাসায় সাকিব ভাই যেন উত্তরের ঝাঁপি খুলে আগে থেকেই তৈরি। ক্রিকেটের বাইরেও তিনি আমার কাছে বড্ড আপন।’’

ছবির ব্যাটের মতো সাকিবের মাথাটাও উঁচু দেখতে চেয়েছেন লিটন, ‘‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাটটা যেমন উঁচু আছে, মাথাটাও সব সময় উঁচুতেই থাকবে। ছবির মতো আমরা হাততালি দেব আপনাকে উঁচুতে উঠতে দেখে।’’

বাংলাদেশি পেসার এবাদত হোসেনও পাশে দাঁড়িয়েছেন সাকিবের। তিনি সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেইসবুকে লিখেছেন, ‘‘সারা বিশ্ব জানে আপনি দেশের জন্য কি অবদান রেখেছেন। বাংলাদেশের তরুণরা আপনাকে আদর্শ হিসেবে মানে। আমরা সবাই আপনার পাশে আছি।’’

এদিকে এক বিবৃতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও সাকিবের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে কোয়াব বলেছে, শুধু রাজনৈতিক কারণে যেন সাকিবকে মামলার আসামি করা না হয়। তারা আশা প্রকাশ করেছে, সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার।

 সাকিবকে দেশে ফিরিয়ে আনার উকিল নোটিশটি এখনও হাতে পায়নি বিসিবি। সেটা পেলে এ নিয়ে আইনি পরামর্শ নেবে তারা। টিম ম্যানেজমেন্টের কাছে এখন পর্যন্ত তাই সাকিবকে নিয়ে আলাদা কোনও বার্তা যায়নি। ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা আছে ভালোভাবেই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত