Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

লিটন বললেন ‘লস হয়েছে’

Litton 2
[publishpress_authors_box]

শনিবার রাতে পাকিস্তান থেকে ফিরেছেন লিটন দাস। আঙ্গুলের ইনজুরি তাকে হতাশ মুখে ফিরিয়েছে। অথচ ইনজুরি না হলে এখন করাচি কিংসের হয়ে বড় রানের চিন্তায় থাকতেন লিটন।

সেরকম কিছু হয়নি বলে এবারের সিরিজকে লস বললেন লিটন। বিমানবন্দরে নেমে এই ক্রিকেটার জানিয়েছেন, “এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।”

বাংলাদেশ জাতীয় দলের কথা চিন্তা করে ঝুঁকি নেননি লিটন। বলেছেন, “যেহেতু সামনে জাতীয় দলের খেলা আছে, রিকভারি হওয়া দরকার, এজন্য চলে এসেছি।”

লিটন চাইলে পাকিস্তানে করাচি কিংসের সঙ্গে থাকতে পারতেন। আঙ্গুলের ব্যাথা কমলে চাইলে খেলতেও পারতেন টুর্নামেন্টের পরের দিকে। কিন্তু ইনজুরির পর পুনর্বাসন করতেও যে সময় দরকার হয় তা জানেন লিটন। তাই আর পাকিস্তানে বসে থাকেননি।

বাংলাদেশ দলের ওপেনারকে করাচি যথেষ্ট সমর্থন দিয়েছে বলে জানান লিটন, “]তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ কল আমার ওপর ছেড়ে দিয়েছিল যে আমি কী করব। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যথা হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া ওরকম একটা টুর্নামেন্ট খেলা খুব কষ্ট।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত