গত মৌসুমটা যাচ্ছেতাই গেছে লিভারপুল, এসি মিলানের মত ঐতিহ্যবাহী দলগুলোর। তাই অবনমন হয় ইউরোপায়। ইউরোপের দ্বিতীয় মর্যাদার এই টুর্নামেন্টে অবশ্য আলো ছড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা।
আজ (শুক্রবার) অনুষ্ঠিত ড্রতে ইতালিয়ান সিরি ‘এ’র ক্লাব আতালান্তাকে পেয়েছে লিভারপুল। কাল (বৃহস্পতিবার) শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে স্পার্তা প্রাগকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল লিভারপুল। একবার লক্ষ্যভেদ করেছিলেন মো সালাহ, তাতে টানা সাত বছর অলরেডদের হয়ে ২০ বা বেশি গোলের রেকর্ড গড়েন সালাহ।
এছাড়া ড্রতে মুখোমুখি হচ্ছে দুই ইতালিয়ান দল এসি মিলান ও এএস রোমা। বেনফিকা খেলবে অলিম্পিক মার্শেইয়ের সঙ্গে আর লেভারকুসেনের প্রতিপক্ষ ওয়েস্টহাম।
শেষ ষোলর প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে পড়েও কারাবাগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল লেভারকুসেন। কাল (বৃহস্পতিবার) দ্বিতীয় লেগেও ৬৭ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল কারাবাগ।
কোয়ার্টার ফাইনালের জন্য তাই অলৌকিক কিছু করতে হত লেভারকুসেনকে। সেটাই করেছে জাবি আলোনসোর দল। ১০ জনের কারাবাগকে পেয়ে ৭২ মিনিটে এক গোল ফেরান লেভারকুসেনের ফ্রিমপং। ৯০ মিনিট পর্যন্তও কারাবাগ এগিয়ে ২-১’এ।
ইনজুরি টাইমে প্যাট্রিক শিকের জোড়া গোলে বদলে যায় ম্যাচের ভাগ্য। যোগ করা সময়ের তৃতীয় ও সপ্তম মিনিটের গোলে রোমাঞ্চকর জয় এনে দেন শিক। প্রথম লেগেও ৯২তম মিনিটে গোল করে সমতা ফিরিয়েছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদে খেলোয়াড় হিসেবে এমন অনেক ম্যাচই জিতেছেন জাবি। এবার জেতালেন কোচ হিসেবেও।
প্রথম সেমিফাইনালে বেনফিকা-মার্শেই ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে লিভারপুল-আতালান্তা ম্যাচের জয়ী দল। অপর সেমিফাইনালে মিলান-রোমা ম্যাচের জয়ী দল খেলবে লেভারকুসেন-ওয়েস্ট হাম ম্যাচের জয়ী দলের সঙ্গে
তাতে সম্ভাবনা তৈরি হয়েছে ফাইনালে লিভারপুল-লেভারকুসেন ম্যাচের। লেভারকুসেনের জাবিকে পরের মৌসুমে কোচ হিসেবে চায় লিভারপুল। এজন্য সেই ‘ফাইনাল’ পেতে পারে ভিন্ন মাত্রা।
ইউরোপার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি
এসি মিলান-রোমা
লিভারপুল-আতালান্তা
লেভারকুসেন-ওয়েস্টহাম
বেনফিকা-মার্শেই